অনলাইন ডেস্ক : অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে দক্ষিণাঞ্চলের মানুষের। আগামী ১০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মাসেতুর উপর নির্মিত ঢাকা-ভাঙ্গা রেলপথ উদ্বোধন করবেন। এদিন ট্রেনে চড়েই প্রধানমন্ত্রী মাওয়া থেকে স্বপ্নজয়ের পদ্মা সেতু হয়ে যাবেন ফরিদপুরের ভাঙ্গা জংশনে।
শনিবার (৭ অক্টোবর) দুপুর ২টা ৫০ মিনিটে বিশেষ ট্রেনটি ভাঙ্গা রেলস্টেশনে পৌঁছেছে।
রেল সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাকশী থেকে ছেড়ে আসা ১৩টি বগি ও ২টি পাওয়ার ইঞ্জিন সম্বলিত বিশেষ ট্রেন শুক্রবার (৬ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে ফরিদপুর রেলস্টেশন অতিক্রম করে। পরে এই বিশেষ ট্রেন ফরিদপুরের ভাঙ্গা জংশন হয়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে মাওয়া প্রান্তে গিয়ে পৌঁছায়। শনিবার দুপুরে পুনরায় ভাঙ্গা রেলস্টেশনে ফিরে আসে।
ফরিদপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. তাকদির হোসেন জানান, প্রধানমন্ত্রীকে বহন করা এ বিশেষ ট্রেন বেশ কয়েকবার পদ্মা সেতু দিয়ে ট্রায়ালের অংশ হিসেবে যাতায়াত করছে।
প্রকল্পের মাওয়া-ভাঙ্গা অংশের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ জানান, এই অংশে রেল চলাচলের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সবশেষ গত ১৫ সেপ্টেম্বর স্পিড টেস্টে সর্বোচ্চ ১২০ কিলোমিটার গতিতে চলে ট্রেন। পরের দিন ১৬ সেপ্টেম্বর ৩০০ টন পাথর নিয়ে পরীক্ষামূলকভাবে মালবাহী ট্রেন চলে। ২০২৪ সালের জুন মাসে পুরো প্রকল্পের কাজ শেষ হবার কথা রয়েছে।