• ঢাকা, বাংলাদেশ
  • ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

‘ওরা যদি মেরে দেয়, সমস্যা নেই’

প্রকাশ: রবিবার, ৮ অক্টোবর, ২০২৩ ৪:১০

‘ওরা যদি মেরে দেয়, সমস্যা নেই’

অনলাইন ডেস্ক: বিশ্বকাপের শুরুটা অসাধারণ হয়েছে বাংলাদেশের। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের দাপুটে এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ম্যাচে সব বিভাগেই আফগানদের বেকায়দায় ফেলে টাইগাররা।
বলে এই ম্যাচে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উজ্জ্বল ছিলেন মেহেদী হাসান মিরাজ। বোলিংয়ে ৩ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে দারুণ এক ফিফটি হাঁকিয়ে দলের জয় সহজ করেছেন মিরাজ। ম্যাচ শেষে অধিনায়ক সাকিব আল হাসানকে কৃতিত্ব দিতে ভোলেননি মিরাজ।

আরও পড়ুনঃ  ডিপিএলে সাকিবের দলবদল স্থগিত

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘আমি প্রথম ওভারে কিন্তু ভালো করিনি। একটু নার্ভাস ছিলাম। ৯ রান দিয়েছি। সাকিব ভাই একটা কথা বলেছিলেন- নেতিবাচক মাইন্ড সেটআপ নিয়ে বল করলে কখনো সফল হওয়া যাবে না, ইতিবাচক থাকতে হবে। আর এসব বড় টুর্নামেন্টে যতটা ইতিবাচক থাকা যায়। ’

আরও পড়ুনঃ  জাবি ফুটসাল টুর্নামেন্টে সানোয়ার-মুকুলদের ইতিহাস চ্যাম্পিয়ন

ওরা যদি মেরে দেয়, সমস্যা নেই। ওরা যেন তোকে চার্জ করে মারে। ভালো জায়গা বল করতে থাক, ভালো হবে। তখন ড্রিংকস ব্রেক, আমাকে অনেকক্ষণ বুঝিয়েছে। আমি আবার মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি কীভাবে বল করতে হবে। সবাই সাপোর্ট করেছে, ভালো জায়গায় বল করেছে। এই ছোট ছোট কথা অনেক কাজে দেয়।’

আরও পড়ুনঃ  জাবিয়ান ফুটসালের ট্রফি উন্মোচন ও সম্মাননা অনুষ্ঠান

মিরাজ আরও বলেন, ‘যে কেউ ভালো খেললে ক্যাপ্টেন অনেক খুশি হয়। পারফর্ম করলে ক্যাপ্টেন তো অবশ্যই খুশি হবে। সে তো ক্যাপ্টেন দলের!’

আফগানদের হারিয়ে এখন পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে টাইগাররা। আগামী ১০ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে সাকিব আল হাসানের দল।

সর্বশেষ সংবাদ

ছোট অপরাধ বাড়ছে, বড় অপরাধ কমে এসেছে : আসিফ মাহমুদ
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১২:২০
পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় মাদরাসা ছাত্রী নিহত
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১২:২০
ওএসডি হলেন পুলিশের ঊর্ধ্বতন ৮২ কর্মকর্তা
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১২:২০
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675