অনলাইন ডেস্ক: বিশ্বকাপের শুরুটা অসাধারণ হয়েছে বাংলাদেশের। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের দাপুটে এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ম্যাচে সব বিভাগেই আফগানদের বেকায়দায় ফেলে টাইগাররা।
বলে এই ম্যাচে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উজ্জ্বল ছিলেন মেহেদী হাসান মিরাজ। বোলিংয়ে ৩ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে দারুণ এক ফিফটি হাঁকিয়ে দলের জয় সহজ করেছেন মিরাজ। ম্যাচ শেষে অধিনায়ক সাকিব আল হাসানকে কৃতিত্ব দিতে ভোলেননি মিরাজ।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘আমি প্রথম ওভারে কিন্তু ভালো করিনি। একটু নার্ভাস ছিলাম। ৯ রান দিয়েছি। সাকিব ভাই একটা কথা বলেছিলেন- নেতিবাচক মাইন্ড সেটআপ নিয়ে বল করলে কখনো সফল হওয়া যাবে না, ইতিবাচক থাকতে হবে। আর এসব বড় টুর্নামেন্টে যতটা ইতিবাচক থাকা যায়। ’
ওরা যদি মেরে দেয়, সমস্যা নেই। ওরা যেন তোকে চার্জ করে মারে। ভালো জায়গা বল করতে থাক, ভালো হবে। তখন ড্রিংকস ব্রেক, আমাকে অনেকক্ষণ বুঝিয়েছে। আমি আবার মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি কীভাবে বল করতে হবে। সবাই সাপোর্ট করেছে, ভালো জায়গায় বল করেছে। এই ছোট ছোট কথা অনেক কাজে দেয়।’
মিরাজ আরও বলেন, ‘যে কেউ ভালো খেললে ক্যাপ্টেন অনেক খুশি হয়। পারফর্ম করলে ক্যাপ্টেন তো অবশ্যই খুশি হবে। সে তো ক্যাপ্টেন দলের!’
আফগানদের হারিয়ে এখন পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে টাইগাররা। আগামী ১০ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে সাকিব আল হাসানের দল।