স্টাফ রিপোর্টার: সহকর্মীকে বিয়ে করে তালাক দেওয়া সহ কর্মস্থলে নারীকর্মদের সাথে নানা অপৃতিকর ঘটনার বিষয়ে রাজশাহী সিটি করপোরেশনের আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার (পিএম) রিয়াজ উদ্দিনের বিরুদ্ধে গঠন করা অভিযোগের তদন্ত প্রতিবেদন সংশ্লিষ্ট দপ্তরে জমা দেয়া হয়েছে।
ঢাকা আহসানিয়া মিশনের (ড্যাম) স্বাস্থ্য বিভাগের ডিরেক্টর ইবরাহিম মাসুদ বলেন, ড্যামের উপপরিচালক মুখলেছুর রহমানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমটিটি গত দুই দিন আগে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন। প্রজেক্টের এ্যডিশনাল সেকরেটারি বরারর সাবমিট করা হয়েছে তদন্ত প্রতিবেদন। উনার মতামতের পর এবিষয়ে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে রাজশাহী সিটি করপোরেশন আওতাধীন আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার (পিএম) উদ্দিন আহমেদের বিরুদ্ধে এক সহকর্মীকে বিয়ে কর গা ঢাকা দেওয়ার অভিযোগ পাওয়া যায়।
দুই এক মাসের মাথায় অভিযুক্ত ওই ব্যক্তি তার ওই সহকর্মীকে তালাকপত্র প্রেরণ করেন। পিএম রিয়াজ উদ্দিনের প্রথম স্ত্রীও আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রজেক্টের প্রজেক্টে এডমিন অফিসর হিসেবে কর্মরত, তাদের দাম্পত্য জীবনে রুয়েট পড়ুয়া এক কণ্যা রয়েছে। পিএম রিয়াজ উদ্দিনের দ্বিতীয় স্ত্রী ভুক্তভোগী শাহনাজ পারভীন শারমিন দাবি করেন, ২০২১ সালে তিনি আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রজেক্টে প্যারামেডিক পদে চাকরিতে যোগ দেন।
পিএম রিয়াজ উদ্দিন তাকে এর পর থেকেই বিয়ের প্রলোভন দিয়ে সম্পর্ক তৈরির চেষ্টা শুরু করেন। তিন শাহনাজ পারভীনকে জানান প্রথম স্ত্রীর সাথে তার সম্পর্ক ভালো নেই। শাহনাজ পারভিনকে বিয়ের আগে তিনি তার প্রথম স্ত্রীকে তালাক দিবেন। এক পর্যায়ে চলতি বছরের মে মাসে রিয়াজ উদ্দিন তার প্রথম স্ত্রীকে তালাকের কাগজ দেখান শাহনাজ পারভীনকে। এর পর জুন মাসে ৭ লাখ টাকা দেনমোহর ধার্য্য করে শাহনাজ পারভীনকে বিয়ে করেন রিয়াজ উদ্দিন।
বিয়ের পর শাহনাজ পারভিন চাকরি থেকে স্তফা দেন এবং একত্রে দাম্পত্য জীবন পার করতে থাকেন। এর পর গত ২৮ আগস্ট রিয়াজ উদ্দিন ঢাকায় যাবার নাম করে শাহনাজ পারভীনের কাছ থেকে বিদায় নেন। তার পর বেশকিছু দিন তিনি গাঢাকা দিয়ে থাকেন এবং তার ব্যবহৃত সবকটি নম্বর রাখেন।
এদিকে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রজেক্টের এক জন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, পিএম রিয়াজ উদ্দিনকে শাহনাজ পারভীন শারমিন প্রলোভন ও ফাসিয়ে বিয়ে করেন এবং প্রয়োজন শেষে তাকে তালাক দেন।