• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ভয় ও আতঙ্ক নিয়ে ইসরাইল থেকে দেশে ফিরেছেন নুসরাত

প্রকাশ: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩ ৪:৪২

ভয় ও আতঙ্ক নিয়ে ইসরাইল থেকে দেশে ফিরেছেন নুসরাত

অনলাইন ডেস্ক: অবশেষে বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা ইসরাইল থেকে নিজের দেশ ভারতে ফিরলেন। একটি ভিডিও টুইটারে প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ফ্রি প্রেস জার্নাল।

রোববার বিকাল ৩টার দিকে মুম্বাই বিমানবন্দর থেকে বের হন এই অভিনেত্রী।

আরও পড়ুনঃ  ‘বাইরে গেলে আমি নিরাপত্তাহীনতায় ভুগি’

ভিডিওতে দেখা যায়, বিমানবন্দর থেকে বের হচ্ছেন নুসরাত ভারুচা। তার চোখ-মুখে ভয় আর আতঙ্কের ছাপ। যদিও তিনি ইসরায়েলে কোথায় কিভাবে ছিলেন। আর কিভাবে দেশে ফিরলেন সে বিষয়ে কিছুই বলেন।

বিমানবন্দরে নুসরাতকে দেখে এগিয়ে যান সংবাদকর্মীরা। কিন্তু এ সময় তেমন কোনো কথা বলেননি তিনি। নিজের গাড়িতে উঠার আগে এ অভিনেত্রী বলেন, ‘আমাকে কিছুটা সময় দিন।’ তারপরই নিজের গাড়িতে উঠে বিমানবন্দর ত্যাগ করেন এই অভিনেত্রী।

আরও পড়ুনঃ  পোশাক নিয়ে সমালোচনার মুখে শেহনাজ গিল

উল্লেখ্য, হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গত ৭ অক্টোবর ইসরাইলে যান অভিনেত্রী নুসরাত ভারুচা। শনিবার সকালে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ইসরাইলে ব্যাপক রকেট হামলা চালায়। ইসরাইল পালটা হামলা চালানো শুরু করে ফিলিস্তিনের গাজায়। এ পরিস্থিতিতে ইসরাইলে আটকা পড়েন নুসরাত ভারুচা।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675