• ঢাকা, বাংলাদেশ
  • ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

পরের ম্যাচে নেই শুভমান, পাকিস্তানের বিপক্ষেও অনিশ্চিত!

প্রকাশ: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩ ৪:৪৬

পরের ম্যাচে নেই শুভমান, পাকিস্তানের বিপক্ষেও অনিশ্চিত!

অনলাইন ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেতে রীতিমত ঘাম ঝড়াতে হয়েছে ভারতীয় ব্যাটারদের। গতকাল (রোববার) চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে ২০০ রানের লক্ষ্যে স্রেফ ২ রানে ৩ উইকেট হারায় ভারত। লো-স্কোরিং ম্যাচে অজিদের বিপক্ষে জয় পেতে ভারত খেলেছে ৪১ ওভারের বেশি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওপেনিংয়ে শুভমান গিলের অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পেয়েছে ভারত। ডেঙ্গু আক্রান্ত তারকা এই ব্যাটারকে পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষেও পাচ্ছে না ভারত। আজই চেন্নাই থেকে দিল্লি গিয়েছে দল। বিরাট কোহলি, রোহিত শর্মাদের সঙ্গে যাননি শুভমান। ফলে তাকে ঘিরে অনিশ্চয়তা আরও বেড়েছে।

আরও পড়ুনঃ  জাবি ফুটসাল টুর্নামেন্টে সানোয়ার-মুকুলদের ইতিহাস চ্যাম্পিয়ন

শুভমানের শারীরিক অবস্থার কথা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। তিনি বলেন, ‘সোমবার দলের সঙ্গে দিল্লি যায়নি শুভমান। বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে পারেনি সে। বুধবার আফগানিস্তানের বিপক্ষেও খেলতে পারবে না। ও চেন্নাইয়েই রয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিক্যাল টিম ওর ওপর নজর রেখেছে।’

বিশ্বকাপের আগমুহূর্তে ডেঙ্গু পজিটিভ হন শুভমান। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি খেলতে পারবেন কি না তা নিয়ে ধোঁয়াশা ছিল। শনিবার সকালে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছিলেন, শুভমানের যা অবস্থা তাতে বিশ্বকাপের প্রথম দু’টি ম্যাচে তার খেলার সম্ভাবনা প্রায় নেই। কিন্তু ম্যাচের আগের দিনও রোহিত স্পষ্ট করে কিছু বলেননি।

আরও পড়ুনঃ  নিউজিল্যান্ডকে যে লক্ষ্য দিতে চায় বাংলাদেশ

ভারতীয় ওপেনারের খেলার সম্ভাবনা কম থাকলেও একেবারে উড়িয়ে দেননি রোহিত। তবে রোববার ম্যাচের আগে তা কেটে যায়। কারণ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে চেন্নাইয়ের হোটেল থেকে ভারতীয় ক্রিকেটারেরা যখন বের হন তখন তাদের সঙ্গে শুভমান ছিলেন না। তাকে বাসে দেখা যায়নি। পরে একাদশেও তার নাম ছিল না।

আরও পড়ুনঃ  বিরোধীতা সত্ত্বেও ইমরান খানের নামে স্টেডিয়াম নামকরণের সিদ্ধান্ত

শুভমান না থাকায় চাপ বেড়েছে ভারতের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রান পাননি পরিবর্ত হিসেবে নামা ঈশান কিষাণ। প্রথম দুই ম্যাচে শুভমান না খেলতে পারলেও তৃতীয় ম্যাচের আগে তাকে দলে চাইছেন রোহিতেরা। কারণ, আগামী শনিবার পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। সেই ম্যাচে শুভমান খেলতে পারবেন কি না সেটাই দেখার।

সর্বশেষ সংবাদ

ছোট অপরাধ বাড়ছে, বড় অপরাধ কমে এসেছে : আসিফ মাহমুদ
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১২:২০
পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় মাদরাসা ছাত্রী নিহত
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১২:২০
ওএসডি হলেন পুলিশের ঊর্ধ্বতন ৮২ কর্মকর্তা
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১২:২০
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675