• ঢাকা, বাংলাদেশ
  • ৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রাজশাহীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ আরেক জেলের লাশ উদ্ধার

প্রকাশ: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩ ৬:৫৪

রাজশাহীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ আরেক জেলের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে বৃষ্টির পানিতে ভেসে যাওয়া মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া আরও এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম রামপদ হালদার (৫৯)। ফায়ার সার্ভিসের ডুবরি দল সোমবার (৯ অক্টোবর) সকালে রাজশাহীর তানোর উপজেলার দমদমা মাঝিপাড়া গ্রামের পাশের শিবনদী থেকে তার লাশ উদ্ধার করে।
রামপদ হালদার উপজেলার কামারগাঁ ইউনিয়নের দমদমা মাঝিপাড়া গ্রমের মৃত দুর্জধন হালদারের ছেলে। তানোর থানার উপ-পরিদর্শক (এসআই) আল ইমরান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত রোববার (৮ অক্টোবর) দিনগত রাতে শিবনদীতে নৌকা দিয়ে মাছ ধরতে যান রামপদ। এ সময় বৃষ্টি শুরু হলে নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ হন তিনি। পরে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল সারা রাত শিবনদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও রামপদের সন্ধান করতে পারেনি। পরদিন তার লাশ পাওয়া গেল।
তিনি আরও জানান, আইনগত প্রক্রিয়া শেষে লাশটি দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত বুধবার (৪ অক্টোবর) রাত সাড়ে ১০টায় রাজশাহীতে বৃষ্টিপাত শুরু হয়। পরদিন বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টি চলে। এই সময়ের মধ্যে ২৪৬ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিতে জেলার অসংখ্য পুকুর ভেসে যায়। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কমলাপুর বিলে যখন চারটি ইউনিয়নের বৃষ্টির পানি এসে নামছিল তখন তীব্র স্রোতে সেখানে এক জেলে হারিয়ে যান। পরদিন রাতে মাছধরা জালেই মকসেদ আলী নামের এই জেলের লাশ আটকে যায়।
বৃষ্টিতে পুকুর ভেসে যাওয়ার আগে গত বৃহস্পতিবার এক মালিকের অপেক্ষাকৃত নিচু জমির পুকুর থেকে মাছ ধরে তিনি উঁচু পুকুরে ছাড়ার কাজ করতে গিয়েছিলেন। ওই সময় পানি বাড়তে থাকলে মোট ২৬ জন বিলের ভেতর আটকা পড়ে। পরে পুলিশ গিয়ে ২৫ জনকে উদ্ধার করেছিল। নিখোঁজ ছিলেন মকসেদ। পরে তারও লাশ পাওয়া যায়।

সর্বশেষ সংবাদ

নেইমারকে নিয়েই ব্রাজিলের দল ঘোষণা
বৃহস্পতিবার, মার্চ ৬, ২০২৫ ৩:৪৭
কাবাডিতে একইদিনে হারের পর জয় বাংলাদেশের
বৃহস্পতিবার, মার্চ ৬, ২০২৫ ৩:৪৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675