• ঢাকা, বাংলাদেশ
  • ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

যুদ্ধের কারণে ফিলিস্তিনের ফুটবল স্থগিত

প্রকাশ: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩ ৭:০১

যুদ্ধের কারণে ফিলিস্তিনের ফুটবল স্থগিত

অনলাইন ডেস্ক: ফিলিস্তিন ও ইসরায়েলে এখন চলছে আঘাত-পাল্টা আঘাত। হামাসের হামলার পর প্রতিরোধ গড়ে তুলেছে ইসরায়েলের নিরাপত্তাকর্মীরাও।
এমতাবস্থায় আতঙ্কে রয়েছে দেশগুলোর বাসিন্দারা। যার প্রভাব পড়েছে ফুটবলেও।
দুই সপ্তাহের জন্য ইসরায়েলের সব ধরনের ফুটবল বন্ধের ঘোষণা দিয়েছে উয়েফা। এদিকে একটি আমন্ত্রণমূলক টুর্নামেন্ট থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছে ফিলিস্তিন। মালয়েশিয়ায় অনুষ্ঠেয় মারদেকা কাপে অংশ নিচ্ছে না দেশটি। মালয়েশিয়া ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

আরও পড়ুনঃ  আফগানদের উড়িয়ে শুরু দক্ষিণ আফ্রিকার

ফেডারেশনটি জানিয়েছে, ‘ফিলিস্তিন দলের নাম প্রত্যাহার করে নিয়েছে। কারণ এই অবস্থায় তারা মালয়েশিয়ায় আসতে পারবে না। ’

আগামী শুক্রবার এই টুর্নামেন্টের সেমিফাইনালে তাজিকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল ফিলিস্তিনের। কিন্তু দেশটি অংশ নিতে না পারায় সরাসরি ফাইনাল খেলবে তাজিকিস্তান। অন্য সেমিতে মুখোমুখি হবে মালয়েশিয়া ও ভারত।

আরও পড়ুনঃ  গতির ফুলকি ছোটানো নাহিদ রানার প্রশংসায় রাচিন রবীন্দ্র

আগামী নভেম্বরে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে ফিলিস্তিন। সেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, লেবানন ও বাংলাদেশ-মালদ্বীপ ম্যাচের জয়ী দল। তাহলে কি ফিলিস্তিনের বিশ্বকাপ বাছাই খেলাও অনিশ্চিত হয়ে গেল?

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675