• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

হঠাৎ হাসপাতালে শেহনাজ, লাইভে জানালেন কারণ

প্রকাশ: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩ ৩:০৬

হঠাৎ হাসপাতালে শেহনাজ, লাইভে জানালেন কারণ

অনলাইন ডেস্ক: ভারতীয় মডেল ও অভিনেত্রী শেহনাজ গিল অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। সোমবার রাতে একটি ইনস্টাগ্রাম লাইভ করে হাসপাতালে ভর্তির খবর দেন অভিনেত্রী নিজেই। হাতে ড্রিপসের বোতল দিয়ে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখা যায় শেহনাজকে।

দিন কয়েক আগেই তাঁকে দেখা গিয়েছিল নিজের নতুন ছবির প্রচারের মঞ্চে।
সেখান থেকে এখন হাসপাতালের বিছানায় ঠাঁই হয়েছে অভিনেত্রী শেহনাজ গিলের। পরনে হাসপাতালের পোশাক, হাতে লাগানো রয়েছে স্যালাইনের চ্যানেল।
ইনস্টাগ্রাম লাইভে শেহনাজ় বলেন, ‘‘বন্ধুরা, আমি এখন বেশ ভালো আছি। আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, খাবার থেকে সংক্রমণ হয়েছিল।
বাড়ির বাইরে থাকাকালীন একটা স্যান্ডউইচ খেয়েছিলাম, সেখান থেকেই এই অবস্থা! আপনাদেরও অনুরোধ করছি, বাইরের খাবার এড়িয়ে চলুন, বাড়ির খাবারই সবচেয়ে স্বাস্থ্যকর।’’
তবে অসুস্থতার মধ্যেও দর্শক ও অনুরাগীদের দয়ার পাত্রী হতে রাজি নন শেহনাজ়। তিনি আরও বলেন, ‘আমি জানতাম লাইভে এলে আপনাদের সহানুভূতি পাব, তবে এটা আমি চাই না।’

আরও পড়ুনঃ  বিয়ে করলে কাজ কমবে না, ২১ বছরেই সংসার শুরু অনন্যার

চলতি বছরে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির মাধ্যমে বলিউডে হাতেখড়ি হয় শেহনাজের।
তার কয়েক মাসের মাথায় মুক্তি পেয়েছে তাঁর দ্বিতীয় ছবি ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675