• ঢাকা, বাংলাদেশ
  • ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

যুদ্ধের কারণে মালয়েশিয়ার টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াল ফিলিস্তিন

প্রকাশ: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩ ৩:১৮

যুদ্ধের কারণে মালয়েশিয়ার টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াল ফিলিস্তিন

অনলাইন ডেস্ক: ইসরায়েলের সঙ্গে চলছে ফিলিস্তিনের হামাস গ্রুপের যুদ্ধ। যা প্রভাব পড়েছে ফুটবলেও। যুদ্ধের কারণে মালয়েশিয়ার একটি প্রতিযোগিতা থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে ফিলিস্তিন।

আগামী ১৩ অক্টোবর থেকে মালয়েশিয়ার আন্তর্জাতিক প্রীতি টুর্নামেন্ট ‘মারদেকা কাপ’ মাঠে গড়ানোর কথা। এই টুর্নামেন্টেই স্বাগতিক মালয়েশিয়া, ভারত ও তাজিকিস্তানের সঙ্গে খেলার কথা ছিল ফিলিস্তিনের। কিন্তু বর্তমানে চলা সংঘর্ষের কারণে সেই টুর্নামেন্ট থেকে নিজেদের সরিয়ে নিয়েছে মুসলিম রাষ্ট্রটি।

আরও পড়ুনঃ  ডিপিএলে সাকিবের দলবদল স্থগিত

ইসরাইলের টিভি চ্যানেলগুলো জানিয়েছে, হামাসের আক্রমণে ১ হাজার ২০০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে তিন হাজারে মতো মানুষ। এছাড়াও ফিলিস্তিনে বন্ধী রয়েছে অনেক ইসরাইলি বাসিন্দা। জবাবে ইসরাইলের বিমান হামলায় এ পর্যন্ত কমপক্ষে ৯৫০ জনের মতো ফিলিস্তিনির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এমন বিরূপ পরিস্থিতিতে ফিলিস্তিন দল সরে দাঁড়িয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে ফুটবল অ্যাসোসিয়েশন অব মালয়েশিয়া।

আরও পড়ুনঃ  ‘জোড়াতালির' অস্ট্রেলিয়াকে নিয়ে সতর্ক ইংল্যান্ড

বিবৃতিতে অ্যাসোসিয়েশন অব মালয়েশিয়া জানায়, ‘ফিলিস্তিন দল ‘মারদেকা কাপ’ প্রতিযোগিতা থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে। কারণ, এই মুহূর্তে দেশের বিরূপ পরিস্থিতির মধ্যে বিমানে করে কুয়ালালামপুরে আসতে পারছে না তারা।
ফিলিস্তিন দলের আগামী নভেম্বরে লেবানন ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ রয়েছে। আগামী বছর ১২ ফেব্রুয়ারি কাতারে শুরু হতে যাওয়া এশিয়ান কাপের খেলার যোগ্যতা অর্জন করেছে ফিলিস্তিন।

সর্বশেষ সংবাদ

রাজশাহীতে গাছ সুরক্ষায় পেরেক অপসারণ কর্মসূচি শুরু
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১২:৪৩
প্রধান উপদেষ্টাকে জাতিসংঘ মহাসচিবের চিঠি
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১২:৪৩
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675