অনলাইন ডেস্ক: ইসরায়েলের অবরোধ অব্যাহত থাকায় গাজার একমাত্র বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি শেষ হয়ে গেছে। এ সপ্তাহের শুরুর দিকে ইসরায়েল যেমন ঘোষণা করেছে যে, তারা বিদ্যুৎ, জ্বালানী এবং পানি সরবরাহ কমিয়ে দিচ্ছে।–বিবিসি
এর অর্থ হল গাজাবাসীরা বিদ্যুতের জন্য জেনারেটরের উপর নির্ভর করবে। যদি তাদের শক্তিতে জ্বালানী থাকে
ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে যে, লক্ষ লক্ষ সৈন্য গাজার কাছাকাছি রয়েছে। তারা বলেন, “আমাদের যে মিশন দেওয়া হয়েছে তা কার্যকর করার জন্য আমরা প্রস্তুত”।
এদিকে হামাসের হামলায় ইসরায়েলে মৃতের সংখ্যা ১২০০ ছুঁয়েছে, যখন গাজায় ইসরায়েলি বিমান হামলায় ১০০০ জনেরও বেশি লোক নিহত হয়েছে। দেশের অপর প্রান্তে, হিজবুল্লাহর হামলার জবাবে ইসরায়েল লেবাননের ভূখণ্ডে আক্রমণ করেছে।
বিবিসি জানতে পেরেছে যে, শনিবার হামাস তাদের হামলা শুরু করার পর থেকে ১৭ ইউকে নাগরিক মারা গেছে বা নিখোঁজ রয়েছে।