অনলাইন ডেস্ক: বেশ কয়েক মাস ধরেই রুপালি পর্দা থেকে দূরে আছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমার মাধ্যমে শুটিংয়ে ফেরার কথা ছিল তার। তবে তার আগেই সিনেমাটি থেকে সরে দাঁড়ালেন এ নায়িকা।
সম্প্রতি সিনেমাটির দৃশ্যধারণ শুরু হয়েছে। এটি নির্মাণ করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক।
এ বিষয়ে মাহির সঙ্গে যোগাযোগ করা হলে মাহি বলেন, ‘ব্যক্তিগত কারণে সিনেমাটিতে কাজ করছি না। কিন্তু নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক স্যারের আরেকটি সিনেমায় অভিনয় করব। এখনও সিনেমাটির নাম ঠিক হয়নি। সবকিছু ঠিক হলেই সবাইকে বলব।’
এ প্রসঙ্গে নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক বলেন, “কালকে মাহি ‘ডার্ক ওয়ার্ল্ড’-এর শুটিং করেছে। আজ কেন মাহি বলছে অভিনয় করবে না, তা আমি এখনও জানি না। কী সমস্যা হয়েছে, তা জেনে বিষয়টি আমি বলতে পারব।”
জানা গেছে, ক্রাইম থ্রিলার ঘরানার ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমায় একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয়ের কথা ছিল মাহির