অনলাইন ডেস্ক: ভারতে দীর্ঘ সময় ধরে খালিস্তানি স্বাধীনতাকামীদের আশ্রয় দিয়েছিলেন এক শিখ ব্যক্তি। এবার সেই খলিস্তানি সমর্থককে আশ্রয় দিল কানাডা। জ্বলতে থাকা আগুনে ঘি ঢেলে আরও একবার ভারতের সঙ্গে সংঘাত তীব্র করল অটোয়া।
পিটিআই সূত্রে খবর, কানাডার ‘ইমিগ্রেশন ট্রাইব্যুনাল’ বোর্ডের সদস্য হাইদি অর্সফোল্ড জানিয়েছেন, ভারতের নাগরিক কমলজিত রামকে কানাডায় ঢুকতে না দেয়ার কোনও কারণ খুঁজে পায়নি সরকার। শুধুমাত্র তিনি ভারতে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদীদের সাহায্য করেছেন বলে তাকে আশ্রয় না দওয়ার কোনও যুক্তি নেই। ওই শিখ ব্যক্তি অভাবের তাড়নায় ও তার উপর হামলার আশঙ্কায় বিচ্ছিন্নতাবাদীদের সাহায্য করতে বাধ্য হয়েছিলেন।
উল্লেখ্য, গত মাস থেকে খালিস্তানি কাঁটায় বিদ্ধ হয়ে আছে ভারত-কানাডা সম্পর্ক। পার্লামেন্টে দাঁড়িয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ আনেন, কানাডার খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জর খুনের নেপথ্যে ভারতের হাত রয়েছে। এর পর থেকে ভারত-কানাডা টানাপোড়েন অব্যাহত। দুই দেশ থেকেই অপর দেশের শীর্ষ কূটনীতিকদের বহিষ্কার করা হয়।
ট্রুডোকে সরকারকে পালটা দিয়ে ভারত বারবার অভিযোগ করে এসেছে কানাডা সন্ত্রাসবাদীদের চারণভূমি হয়ে উঠেছে। কানাডার প্রশয়েই খালিস্তানিরা নির্বিঘ্নে জীবনযাপন করছে। ভারতবিরোধী কার্যকলাপ চালাচ্ছে। ফলে খালিস্তানি সমর্থককে নিজেদের মাটিতে আশ্রয় দিয়ে আরও একবার দিল্লিকে খোঁচা দিল অটোয়া।