স্টাফ রিপোর্টার: রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ২০০ গ্রাম হেরোইন ও ৪০ গ্রাম গাঁজাসহ কুলসুম বেগম (২৮) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার রাত সাড়ে ৮টার দিকে র্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানীর একটি দল উপজেলার ব্রহ্মপুর গ্রামের নিজ বাড়ি থেকেই তাকে গ্রেপ্তার করে।
বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র্যাব জানায়, বাড়িতে হেরোইন ও গাঁজা বিক্রি করতেন কুলসুম। তিনি পেশাদার মাদক ব্যবসায়ী। এ ব্যাপারে তার বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়েছে। আসামি কুলসুমের স্বামীর নাম রতন আলী।