ঢাকাThursday , 12 October 2023
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

বাগমারায় পতিপক্ষের হামলায় মহিলার মৃত্যু

Asha Mony
October 12, 2023 9:01 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার(বাগমারা) রাজশাহী: ছেলেকে বাঁচাতে গিয়ে দেবর জয়নাল আবেদীনের মারের আঘাতে মৃত্যু হয় ভাবী জাহানারা বেগম (৫৫)। ঘটনাটি ঘটেছে রাজশাহীর বাগমারা উপজেলার নরসিংহপুর ডাঙ্গাপাড়া গ্রামে। ওই ঘটনায় নিহতের স্বামী আবু হানিফ বাদী হয়ে ৫ জনের নামে বাগমারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। হত্যার সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি বাগমারা থানা পুলিশ। ঘটনার পর থেকেই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
মামলা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার নরসিংহপুর গ্রামের আবু হানিফ ও জয়নাল আবেদীনের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিলো। ওই বিরোধের জের ধরে গত বুধবার (১১ অক্টোবর) বিকেলে চাচা জয়নাল আবেদীন ও ভাতিজা মামুনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে দুজনার মধ্যে হাতাহাতি শুরু হয়। হাতাহাতির ঘটনাটি মামুনের মা জাহানারা বেগম দেখতে পেয়ে মামুনকে উদ্ধারে এগিয়ে যান। এ সময় হামলাকারী জয়নাল আবেদীনসহ তার লোকজন জাহানারা বেগমের উপর হামলা চালিয়ে মারাক্ত জখম করেন।
হামলার ঘটনাটি স্থানীয় লোকজন দেখতে পান এবং ঘটনাস্থলে এগিয়ে যান। ওই সময় হামলাকারী জয়নাল আদেবীন তার লোকজনকে নিয়ে সেখান থেকে পালিয়ে যান। স্থানীয় লোকজন আহত জাহানারা বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাসথ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। সেখানে জাহানারা বেগমের অবস্থার অবনতি হলে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসাধীনবস্থায় রাত সাড়ে ৯ টার দিকে জাহানারা বেগম মৃত্যুর কোলে ঢোলে পড়েন। হত্যার ঘটনায় রাতেই জাহানারার স্বামী আবু হানিফ বাদী হয়ে ৫জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আবু হানিফ ও জয়নাল আবেদীন আপন ভাই বলে পুলিশ ও এলাকার লোকজন জানিয়েছেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাগমারা থানার ইন্সপেক্টর (তদন্ত) সোহেব খাঁন জানান, হত্যার ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছেন বলে তিনি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।