• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ফিলিস্তিনের উপর ‘অবিচারের’ ফল এই যুদ্ধ: চীন

প্রকাশ: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩ ১১:৪২

ফিলিস্তিনের উপর ‘অবিচারের’ ফল এই যুদ্ধ: চীন

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনিদের উপর অব্যাহত অত্যাচার ও পবিত্র মসজিদ আল-আকসাকে অপবিত্রকরণের কারণে গত শনিবার (৭ অক্টোবর) ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। এরপর হামাস ও ইসরায়েলে মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়। যা গত ৭ দিন ধরে চলছে।

হামাস ও ইসরায়েলের সংঘাত নিয়ে আবারও কথা বলেছে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়েং উই বলেছেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘অবিচারের’ ফল হলো এই যুদ্ধ।

আরও পড়ুনঃ  নিউইয়র্ক থেকে দিল্লিগামী ফ্লাইটে নিরাপত্তা হুমকি, নামানো হলো রোমে

শুক্রবার (১৩ অক্টোবর) ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেলের সঙ্গে বৈঠক করেন ওয়েং উই। ওই বৈঠক শেষে এমন মন্তব্য করেন তিনি।
ওয়েং উই এ ব্যাপারে বলেন, ‘ফিলিস্তিনিদের বিরুদ্ধে ঐতিহাসিক অবিচারের ফল হলো হামাস-ইসরায়েল যুদ্ধ। এই যুদ্ধের মূল নিহিত ফিলিস্তিনিদের দীর্ঘ প্রতীক্ষিত স্বাধীন ও আলাদা রাষ্ট্র গঠনে বিলম্ব করা। এছাড়া ফিলিস্তিনিরা যে ঐতিহাসিক অবিচারের শিকার হয়েছে সেগুলোও ঠিক করা হয়নি।’

আরও পড়ুনঃ  রমজানে যে ফিলিস্তিনিদের আল-আকসায় যেতে দেবে না ইসরায়েল

এদিকে চীন এমন কথা বললেও বিশ্বের অপর পরাশক্তি যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ঘোষণা দিয়েছেন, তাদের পাঠানো অস্ত্র ইসরায়েলকে যেভাবে খুশি সেভাবে ব্যবহারের অনুমতি দিয়েছেন তারা। এছাড়া শুক্রবার সরাসরি ইসরায়েল সফরে আসেন অস্টিন। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের সঙ্গে এদিন বৈঠক শেষে তিনি বলেন, ‘এখন নিরপেক্ষতার সময় নয়।’

সর্বশেষ সংবাদ

লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম ও পিপিএম পদক প্রত্যাহার
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় বাংলাদেশের
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675