অনলাইন ডেস্ক: সপ্তাহখানেক আগে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তা পাঠানোর প্রস্তাব দিয়েছিল পাকিস্তান।
কিন্তু প্রতিবেশী রাষ্ট্রের এই সহায়তা গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার।
শুক্রবার (১৩ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন। একই তথ্য জানিয়েছে ভয়েস অব আমেরিকা।
এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানে ভূমিকম্প হওয়ার পর দ্রুত সহায়তার প্রস্তাব দিয়েছিলেন পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার। প্রয়োজনীয় সাহায্যের সঙ্গে উদ্ধার ও ত্রাণ দল পাঠানোর ঘোষণা করেন তিনি। তবে কাবুল ছাড়পত্র দিতে অস্বীকৃতি জানালে চালান এবং উদ্ধারকারীদের আফগানিস্তানে পাঠানো সম্ভব হয়নি।
যদিও উভয়পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বার্তা জানানো হয়নি।