স্টাফ রিপোর্টার : রাজশাহীর চারঘাটে ৫৫০ লিটার চোলাই মদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শনিবার ভোররাতে উপজেলার গুইয়াবাড়ী গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তারের ঘটনা ঘটে।
আজ সকালে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার তিনজন হলেন পুঠিমারী বাটিকামারী গ্রামের মিনহাজুল ইসলাম ওরফে কলিন্স (২৫), গুইয়াবাড়ী গ্রামের মো. মুকুল (৩০) ও বাটিকামারী গ্রামের মো. মোরছালিন (২৪)।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, র্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানির একটি দল চারঘাট উপজেলার গুইয়াবাড়ী গ্রামে অভিযান চালায়। এ সময় ৫৫০ লিটার চোলাই মদসহ তিনজনকে গ্রেপ্তারের ঘটনা ঘটে। তাঁদের বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়েছে।