স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে শারদ আনন্দ উৎসব। রোববার শহরের একটি কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়। সেখানে নিম্ন আয়ের মানুষের জন্য মাত্র সাত টাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার ব্যবস্থা ছিল। এছাড়া সাত টাকায় নতুন শাড়ী, লুঙ্গি, পাঞ্চাবী, বাচ্চাদের পোশাকও কেনা গেছে।
কেনাকাটা শেষে মিষ্টি ও বিশেষ খাবারের ব্যবস্থা রাখা হয়েছিল সবার জন্য। সকালে আরএমপির অতিরিক্ত কমিশনার বিজয় বসাক প্রধান অতিথি হিসেবে আয়োজনের উদ্বোধন করেন। এ সময় বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ফারুখ আহমেদও উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, এ শারদ উৎসবে রাজশাহীর প্রায় এক হাজার মানুষ অংশ নেন। তারা ২৬ ধরনের পণ্য কেনার সুযোগ পান এখানে। সাত টাকায় সব মিলিয়ে প্রতিটি পরিবার প্রায় দেড় হাজার টাকা সমমূল্যের পণ্য পান।