অনলাইন ডেস্ক: বিশ্বকাপের রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তাদের বিপক্ষে খেলতে নেমে উড়ন্ত সূচনা করে শ্রীলংকা। কোনো উইকেট না হারিয়ে ১২৫ রান করা শ্রীলংকা এরপর মাত্র ৪১ রানের ব্যবধানে হারায় ৪ উইকেট।
সোমবার ভারতের লখনৌতে বিশ্বকাপের ১৩তম আসরের ১৪তম ম্যাচে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া-শ্রীলংকা। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলংকা।
প্রথমে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে ১৯৯৬ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। উদ্বোধনী জুটিতে ২১.৪ ওভারে স্কোর বোর্ডে ১২৫ রান জমা করেন দুই ওপেনার পাথুম নিশানকা ও কুশাল পেরেরা।
এরপর মাত্র ৪১ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যায় লংকানরা।
অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স ও স্পিনার অ্যাডাম জাম্পা পরপর দুটি করে ৪ উইকেট শিকার করেন।
৬৭ বলে আট বাউন্ডারিতে ৬১ রান করা পাথুম নিশানকাকে সাজঘরে ফেরান প্যাট কামিন্স। তার দ্বিতীয় শিকারে পরিনত হন আরেক ওপেনার কুশাল পেরেরা। তিনি ৮২ বলে ১২টি বাউন্ডারির সাহায্যে ৭৮ রান করে ফেরেন। এরপর আসা-যাওয়ার মিছিলে অংশ নেন অধিনায়ক কুশাল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমা।