অনলাইন ডেস্ক: বিশ্বকাপ বাছাই খেলতে হলে আগামীকালকের (মঙ্গলবার) ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। ম্যাচ নির্ধারিত সময় ড্র থাকলে অতিরিক্ত সময় গড়াবে। অতিরিক্ত সময়েও ড্র থাকলে টাইব্রেকারে নিষ্পত্তি হবে। এমন ম্যাচটিকে তাই বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া ‘ম্যাচ অফ দ্য ইয়ার’ আখ্যা দিয়েছেন।
আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আগামীকালকের ম্যাচটি আমাদের জন্য হবে ‘ম্যাচ অব দ্য ইয়ার’। গত কয়েক দিন ঢাকায় আমরা প্রস্তুতি নিয়েছি, টেকটিক্যাল দিক নিয়ে কাজ করেছি। আমরা এই ম্যাচের জন্য প্রায় পুরোপুরি প্রস্তুত। এটা আমাদের জন্য বড় ম্যাচ, যেটা আমি এর আগে বলেছি, ‘ফাইনাল অব দ্য ইয়ার’। যেকোনোভাবে জিততে হবে।’
আগের লেগে বাংলাদেশ ১-১ গোলে ড্র করেছে। ৮৬ মিনিটে গোল হজম করে ম্যাচ হারের উপক্রম হয়েছিল। হোম ম্যাচে এর ভিন্ন কিছু হওয়ার ভাবনা তার, ‘মালদ্বীপ যখন হোম গ্রাউন্ডে খেলে, ওরা তখন খুবই শক্তিশালী দল। কিন্তু বাইরে খেললে ওদের কিছু দুর্বলতা আছে। আমরা আগামীকাল নিজেদের মাঠে খেলব, আমাদের এই সুযোগটা নিতে হবে। আমাদের সমর্থকদের পাশে পেতে হবে। আমাদের মাঠে আরও প্রাণশক্তি দেখাতে হবে।’
আগামীকালের ম্যাচে কোনো অজুহাত দেখাতে রাজি নন অধিনায়ক, ‘ওখানে আমরা একটু আপসেট ছিলাম, কিন্তু এখন সব ঠিকঠাক আছে, দলের এটাই সঠিক ‘সেট-আপ’। আগামীকাল কোনো অজুহাত নয়, আমাদের জিততে হবে। কারণ মালদ্বীপে যখন খেলেছি, তখন দেখেছি প্রাণশক্তির একটু কমতি ছিল। তাছাড়া আবহাওয়া ভিন্ন ছিল, মাঠ ভিন্ন ছিল, ওরা তো মাঠে পানি দেয় না।’
মদকাণ্ডে বাংলাদেশ দলের নিয়মিত ফুটবলার তপু, জিকো ও মোরসালিন নেই। বাংলাদেশ অধিনায়ক নতুনদের প্রশংসা করলেন, ‘যাদের রিপ্লেস করেছে, ওরা দারুণ খেলেছে। মিতুল (মার্মা) গুরুত্বপূর্ণ কয়েকটা সেভ করেছে, শাকিল ভালো খেলেছে, টপ পারফরম্যান্স করেছে। শাকিল কিছুটা দুর্ভাগা, ও সুযোগ পেয়েছে কিন্তু গোল পায়নি। আমার মনে হয়, আরেকটু হলেই ও গোল পেতে পারত। সে নিজেকে জানে এবং এটাও জানে, সে আরও ভালো খেলতে পারে। আমার এবং অন্যদের দায়িত্ব তাকে সর্বোচ্চ সহায়তা দেওয়া।’
মালদ্বীপ অধিনায়ক ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা আগামীকালের ম্যাচের জন্য প্রস্তুত। এ ম্যাচের জন্য কঠোর পরিশ্রম করেছি আমরা। আমরা জানি, বাংলাদেশে খেলা কঠিন, কিন্তু তাদের বিপক্ষে জিততে প্রস্তুত আমরা।’