• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

দ্বিতীয়বার বাবা হলেন জিৎ

প্রকাশ: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩ ৮:৩২

দ্বিতীয়বার বাবা হলেন জিৎ

অনলাইন ডেস্ক: জিৎ সোমবার সামাজিক মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে ছোট্ট মানুষটার খবর দিলেন। লিখলেন- হৃদয়ে একরাশ কৃতজ্ঞতা নিয়ে আমাদের ছেলের এই পৃথিবীতে আসার খবর সবার সঙ্গে ভাগ করে নিচ্ছি। আপনাদের প্রার্থনায় রাখবেন আমাদের।

২০১১ সালে লখনৌর স্কুলশিক্ষিকা মোহনা রতলানিকে বিয়ে করেন জিৎ। তাদের মেয়ের নাম নবন্যা। এবার জিৎ-মোহনার কোলে এলো রাজপুত্র।

সুখবর শেয়ার করতেই লেগে গেল শুভেচ্ছার ধুম। শুভশ্রী মন্তব্য করলেন- ‘আমি তো আগেই বলেছিলাম তোমায়।’ জুনিয়র জিতকে ভালোবাসায় ভরিয়ে রাখলেন অনুরাগীরাও। অনেকে খুদের ছবি দেখার আবদার করলেন।

আরও পড়ুনঃ  বহু প্রেমের পর গোপনে বিয়ে সারলেন নারগিস ফাখরি

এর আগে প্রেগন্যান্সির খবর শেয়ার করে জিৎ সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন- খুব জলদিই আসতে চলেছে আমাদের পরবর্তী সন্তান। এ খবর আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমরা খুব খুশি। আমাদের প্রার্থনায় রাখবেন।

আরও পড়ুনঃ  প্রেম করতে ১ কোটি ২৫ লাখ টাকার গাড়ি অফার করেছিল

বরাবরই ব্যক্তিগত জীবনকে লাইমলাইট থেকে দূরে রাখতে পছন্দ করেন অভিনেতা। স্ত্রী মোহনাও সেরকম আসেন না প্রচারের আলোতে। তাই এতদিন কেউ ঘুণাক্ষরেও টের পায়নি প্রেগন্যান্সির খবর।

জিতকে শেষ দেখা গিয়েছে চেঙ্গিজে; যা মুক্তি পেয়েছিল হিন্দি ও বাংলায় একসঙ্গে, গোটা দেশজুড়ে এরপর তাকে দেখা যাবে ব্যুমেরাং, মানুষ-এর মতো ছবিতে।

কিছুদিন আগে দ্বিতীয়বার বাবা হয়েছেন গায়ক অনীক চক্রবর্তী। তার স্ত্রীও একটি পুত্রসন্তানের জন্ম দেন। ছেলে হয়েছে অভিনেতা গৌরব ও ঋদ্ধিমারও। এবার সেই দলে নাম লেখালেন জিৎ।

আরও পড়ুনঃ  নীতা আম্বানির পোশাক পরে বিয়েতে হাজির নীতু!

ডিসেম্বরে আরও এক তারকা দম্পতির সন্তান আসার সুখবর পাবে বলিউড। আসছে রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দ্বিতীয় সন্তান। তিন বছরের ইউভান আর মাত্র মাস দেড়েকের মধ্যেই পেয়ে যাবে ভাই বা বোন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675