অনলাইন ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে ছোট লক্ষ্যে তাড়া করতে নেমে সহজ জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। টানা দুই ম্যাচ হারের পর এবার কিছুটা হলেও স্বস্তি মিলবে স্মিথদের।
সোমবার লখণৌয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারি বাজপায়ী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪৩ ওভার তিন বলে ২০৯ রান করে শ্রীলঙ্কা।
জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া।
২১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে অজিরা। ২৪ রানের মধ্যে তারা হারিয়ে বসেছে দুই ব্যাটিং স্তম্ভ ডেভিড ওয়ার্নার আর স্টিভেন স্মিথকে।
চাপ কমাতে মারমুখী হয়ে ওঠেন মিচেল মার্শ। ৩৯ বলেই ফিফটি তুলে নেন ডানহাতি এই ব্যাটার। তবে তার মারকুটে ইনিংসটি থেমেছে রানআউটে কাটা পড়ে। দুই নিতে গিয়ে রানআউট হন মার্শ। ৫১ বলে তার ৫২ রানের ইনিংসে ছিল ৯টি বাউন্ডারির মার।তৃতীয় উইকেট জুটিই মূলত জয়ের ভিত গড়ে দেয় অস্ট্রেলিয়াকে। মারনাস লাবুশেনকে সঙ্গে নিয়ে ৭৭ রানের অনবদ্য এক জুটি গড়েন জশ ইংলিশ। বেশ দেখে শুনেই শ্রীলঙ্কান স্পিনারদের মোকাবেলা করছিলেন এই দুই ব্যাটসম্যান।
৬ষ্ঠ ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমে শ্রীলঙ্কান বোলারদের বেধরক মারতে থাকেন গ্লেন ম্যাক্সওয়েল। তার ব্যাটিং ২১ বলে ৩১ রানের টর্নেডো ইনিংস অজিদের ১৬ ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে দেয়। স্টইনিস ২০ রানে অপরাজিত থাকেন। লঙ্কানদের হয়ে মাদুশাঙ্কা ৩টি ও ওয়েলালাগে ১টি করে উইকেট পান।