• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

৬৪ জেলাতেই ‘মুজিব : একটি জাতির রূপকার’ প্রদর্শন

প্রকাশ: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩ ৩:৫৩

৬৪ জেলাতেই ‘মুজিব : একটি জাতির রূপকার’ প্রদর্শন

অনলাইন ডেস্ক: ৬৪ জেলাতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর ওপর নির্মিত বায়েপিক ‘মুজিব’  একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি প্রদর্শন করবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। গত রবিবার রাতে রাজধানীর যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমা হলে ছবিটি দেখার পর সাংবাদিকদের এ তথ্য জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তাঁর সঙ্গে বসেই ঐতিহাসিক এই ছবিটি দেখেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব সামসুল আরেফিন, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জিএসএম জাফরউল্লাহ, চিত্রনায়িকা মাহিয়া মাহি, টেকনলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের (টিএমজিবি) সভাপতি কাউছার উদ্দিন ও সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনাইদ, বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের সভাপতি নাজনীন নাহার ও সাধারণ সম্পাদক সাব্বিন হাসানসহ তথ্যপ্রযুক্তি ও বিনোদন সাংবাদিকরা।

আরও পড়ুনঃ  প্রেম করতে ১ কোটি ২৫ লাখ টাকার গাড়ি অফার করেছিল

ছবি দেখার পর আবেগ আপ্লুত হয়ে পলক বলেন, আমি মনে করি এই চলচ্চিত্রটি আমার মতোই তরুণ প্রজন্মকে আবেগ তাড়িত করবে।

তারা ইতিহাসের বাঁকে বাঁকে বঙ্গমাতা ও বঙ্গবন্ধুর বিষয়ে অনেক অজানা তথ্য জানতে পারবে। ১৭৮ মিনিটের এই চলচ্চিত্রে পাঁচ দশকের ইতিহাস তুলে ধরায় আমি শ্যাম বেনেগালকে ধন্যবাদ জানাই। তিনি এত অল্প সময়ের মধ্যে একেবারে সাদামাটাভাবে বঙ্গবন্ধুর শৈশব, কৈশর, ধাপে ধাপে নেতৃত্ব গড়ে ওঠা, ছাত্রনেতা থেকে জাতীয় নেতা, এমপি থেকে মন্ত্রী, তারপরে অবিসংবাদিত নেতা, অপরিহার্য নেতা, বঙ্গবন্ধু, জাতির পিতা হিসেবে তুলে ধরা অসামান্য ব্যাপার। কঠিন ইতিহাসকে সহজ করে তুলে ধরেছেন।

আরও পড়ুনঃ  নীতা আম্বানির পোশাক পরে বিয়েতে হাজির নীতু!

যারা অভিনয় করেছেন এক কথায় অসাধারণ। এটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অনবদ্য সৃষ্টি।
তিনি আরো বলেন, আমি মনে করি এই ছবিটি যদি একজন বাঙালি দেখে তাহলে সে বাংলাদেশকে আরো বেশি ভালোবাসতে শিখবে। মানুষের জন্য আরো কল্যাণ করতে পারবে।

তাই যেসব জায়গায় সিনেমা হল নেই, সিনেমা দেখার ব্যবস্থা নেই সেখানে বিশেষ পর্দায় বিশেষ জায়গায় ৬৪টি জেলাতেই প্রদর্শনের ব্যবস্থা করব।
বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করছেন অভিনেতা আরেফিন শুভ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে রয়েছেন নুসরাত ফারিয়া। এছাড়া তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ এবং বঙ্গবন্ধুর স্ত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা অভিনয় করছেন। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন খায়রুল আলম সবুজ, দিলারা জামান, সায়েম সামাদ, শহীদুল আলম সাচ্চু, প্রার্থনা ফারদিন দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, সিয়াম আহমেদ, এলিনা শাম্মী প্রমুখ।

আরও পড়ুনঃ  লজ্জাও করে না, অভিনেতা স্বামীকে প্রশ্ন স্ত্রীর

প্রতিমন্ত্রী সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, পিতা-মাতা, ছাত্র, শিক্ষক, অভিভাবক, সকল শ্রেণি-পেশার ও রাজনৈতিক মতাদর্শের দর্শকদের সিনেমা হলে এসে মুজিব একটি জাতির রূপকার সিনেমাটি দেখার আহবান জানান।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675