স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা ৫ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। সোমবার দিবাগত রাতে নগরীর পাঠানপাড়া এলাকায় অভিযান চালিয়ে নগদ টাকা ও তাসসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার পাঁচজন হলেন- পাঠানপাড়া এলাকার মো. রবিন (৩০), মো. সজিব (২৩), মো. জীবন (১৯), মো. সাব্বির (১৯), মো. অনিক (২৪) ও শিরোইল হাজরাপুকুর ডাবতলার জাহাঙ্গীর হোসেন (৪৫)।
মঙ্গলবার আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।