অনলাইন ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে চোট পান সাকিব আল হাসান। এরপর থেকেই তার ভারতের বিপক্ষে খেলা নিয়ে অনিশ্চয়তা।
ম্যাচের আগের দিনও সেটি কাটেনি বলেই জানালেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘গতকাল ভালো ব্যাটিং সেশন হয়েছে। ভালো রানিং বিটুইন দ্য উইকেট। তাকে (সাকিবকে) স্ক্যান করাতে নেওয়া হয়েছে, এখনও রেজাল্ট পাইনি। এখন সে ঠিক আছে। বোলিং আজকে দেখবো। কাল সকালে সিদ্ধান্ত নেবো। ’
আগের দিন সকালে কেবল নকিংই করেন সাকিব। পরে আসেন নেটে। এসে স্পিনারদের খেলতে গিয়ে খুব একটা অস্বাচ্ছন্দ্য দেখা যায়নি তাকে। প্রায় মিনিট পনেরো নেটে স্পিনারদের খেলেছেন তিনি। পরে আসেন পেসারদের খেলতেও।
নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ের সময় বাঁ উরুর পেশিতে টান পড়েছিল সাকিবের। পরে তিনি পুরো দশ ওভারই বোলিং করেন। ম্যাচের পর স্ক্যান করিয়ে তার পেশিতে চিড় পাওয়া যায়।