• ঢাকা, বাংলাদেশ
  • ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

আর্জেন্টিনার জয়ের রাতে ব্রাজিলের হার

প্রকাশ: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩ ৭:৩৬

আর্জেন্টিনার জয়ের রাতে ব্রাজিলের হার

অনলাইন ডেস্ক: বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে পেরুর বিপক্ষে জিতেছে মেসির আর্জেন্টিনা। যদিও এদিন মেসিকে আটকাতে ‘কালোজাদু’র আশ্রয় নিয়েছিল পেরুর তান্ত্রিকরা, তবে কাজ হয়নি। বরং হয়েছে উল্টো। প্রথমত আর্জেন্টিনা জিতেছে, আর মেসিই করেছেন জোড়া গোল। মেসি গোলে ২-০ নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

বুধবার ভোরে পেরুর ঘরের মাঠ এস্তাদিও ন্যাসিওনাল ডি লিমায় শুরু থেকেই ডমিনেট করে খেলে বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের ৩২ মিনিটে প্রথম গোলটি করেন মেসি। ৪২ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে গোল পান আর কেটি।

আরও পড়ুনঃ  নতুন বিশ্বরেকর্ড গড়ে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে চার ম্যাচ খেলে সবগুলোই জিতলো বিশ্ব চ্যাম্পিয়নরা। ১২ পয়েন্ট নিয়ে কনমেবল অঞ্চলের বাছাইয়ে টেবিলে শীর্ষে তারা।
অপরদিকে বিশ্বকাপ বাছাইপর্বের কনমেবল অঞ্চলের আগের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ড্র করে পয়েন্ট হারিয়েছিল ব্রাজিল। এবার পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন হলুদ জার্সিধারীরা হেরে গেছে উরুগুয়ের কাছে।

বুধবার এস্তাদিও সেন্টেনারিওতে ব্রাজিলকে ২-০ গোলে হারায় উরুগুয়ে। এতে দীর্ঘ ২২ বছরের অপেক্ষা ঘুচিয়ে সেলেকাওদের বিপক্ষে জয়ের সুবাস পেলো তারা।

আরও পড়ুনঃ  ২-০ গোলের জয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করল বার্সেলোনা

উরুগুয়ের ঘরের মাঠে শুরু থেকেই সেলেকাওদের শক্তিশালী ফরোয়ার্ডরা ছিলেন বিবর্ণ। ৪২ মিনিটে প্রথম আক্রমণেই গোল পেয়ে যায় উরুগুয়ের দারউইন নুনেজ।

টানটান উত্তেজনায় ঠাসা ম্যাচে ৪৫ মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন ব্রাজিলের প্রধান তারকা নেইমার জুনিয়র। ধারণা করা হচ্ছে, গুরুতর ইনজুরিতে পড়েছেন তিনি।

আরও পড়ুনঃ  নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় বাংলাদেশের

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া ব্রাজিল। তবে ৭৭ মিনিটে নুনেজের অ্যাসিস্টে তাদের আরও বড় ধাক্কা দেন নিকোলাস ডি লা ‍ক্রুজ। ডি বক্স থেকে গোল করেন তিনি। এই গোলেই ম্যাচ থেকে ছিটকে পড়ে সেলেকাওরা।

টানা দুই ম্যাচে পাঁচ পয়েন্ট হারানোয় আর্জেন্টিনার চেয়ে বেশ পিছিয়ে পড়ল ব্রাজিল।

সর্বশেষ সংবাদ

সম্পদের হিসাব দিলেন নাহিদ ইসলাম
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১০:১৩
পুলিশ কমিশনার কাপ ক্রীড়া টুর্নামেন্টের সমাপ্তি
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১০:১৩
বঙ্গবন্ধু সেতু ও বঙ্গবন্ধু টানেলের নাম পরিবর্তন
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১০:১৩
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675