• ঢাকা, বাংলাদেশ
  • ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বিশ্বকাপে ভারতের জন্য বরাদ্দ বিশেষ বিমান

প্রকাশ: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩ ৭:৩৯

বিশ্বকাপে ভারতের জন্য বরাদ্দ বিশেষ বিমান

অনলাইন ডেস্ক: বিশ্বকাপে সবচেয়ে বৈচিত্র্যময় সূচি স্বাগতিক দেশ ভারতের। গ্রুপ পর্বের ৯টি ম্যাচ খেলতে রোহিত শর্মাদের যেতে হবে আলাদা আলাদা মাঠে। মোটাদাগে পুরো দেশই ঘুরতে হচ্ছে তাদের। এমনকি চেন্নাই থেকে শুরু করে প্রথম ৩ ম্যাচ খেলতেই ৬ হাজার কিলোমিটার পাড়ি দিয়েছে দল। এখনও বাকি আছে ৬টি ম্যাচ। আর সেসব ম্যাচ খেলতে ভ্রমণও করতে হবে বিস্তর।
কিন্তু এতে ক্লান্তি চেপে বসারও সম্ভাবনা থেকেই যায়। বিশ্বকাপের আগে ভারতের সাবেক অধিনায়ক কপিল দেব সমালোচনা করেছিলেন এমন সূচির। যদিও বিশ্বকাপ শুরুর পর এমন সব জটিলতা থেকে মুক্তিই পেয়েছে ভারত। এক শহর থেকে অন্য শহরে যাওয়ার জন্য যাতে বিমানবন্দরে বেশি সময় কাটাতে না হয় তার জন্য চার্টার বিমানের ব্যবস্থা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। একটি ম্যাচ শেষ হওয়ার পরের দিন মধ্যাহ্নভোজের পরেই পরবর্তী ম্যাচের জন্য রওনা হচ্ছেন ভারতের ক্রিকেটাররা।

বোর্ডের এক পরিচালকের সূত্রে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ‘বিশ্বকাপের এই সময়ে বিশেষ চার্টার বিমানে দল যাতায়াত করছে। বিশ্বকাপ অনেক দিন ধরে চলবে। ক্রিকেটারদের ধকলের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিমানের সময়ও রাখা হয়েছে মধ্যাহ্নভোজের পরে। যাতে ক্রিকেটারদের খাওয়ার সময়ে কোনও হেরফের না হয়।’

আরও পড়ুনঃ  রাজশাহীতে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

এমনকি খেলোয়াড়দের অনুশীলনের ক্ষেত্রেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ম্যাচে দু’দিন আগে পর্যন্ত পুরোদমে অনুশীলন চলছে। যেখানে সবার থাকা বাধ্যতামূলক। কিন্তু ম্যাচের আগের দিন অনুশীলন ঐচ্ছিক রাখা হচ্ছে। অর্থাৎ, ক্রিকেটারেরা চাইলে সে দিন বিশ্রাম নিতে পারেন। ম্যাচের দিনের ক্লান্তি কমাতেই এই ব্যবস্থা।
এছাড়া প্রতিদিন দলের ক্রিকেটারদের সঙ্গে কথা বলছেন মেডিক্যাল বোর্ডের সদস্যেরা। কারও কোনও সমস্যা হচ্ছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। খেলা শেষে ক্রিকেটারদের জন্য আইস বাথের ব্যবস্থা থাকছে। এ বারের বিশ্বকাপে ভারতীয় দলের মেডিক্যাল টিমে সদস্যসংখ্যা বেশি। প্রত্যেক ক্রিকেটারকে আলাদা সময় দিতেই এই ব্যবস্থা।

সর্বশেষ সংবাদ

সম্পদের হিসাব দিলেন নাহিদ ইসলাম
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১০:১৩
পুলিশ কমিশনার কাপ ক্রীড়া টুর্নামেন্টের সমাপ্তি
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১০:১৩
বঙ্গবন্ধু সেতু ও বঙ্গবন্ধু টানেলের নাম পরিবর্তন
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১০:১৩
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675