নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সাগরপাড়া বটতলা এলাকা থেকে বিদেশী অস্ত্র ও গুলিসহ নাফিউ মল্লিক অয়ন (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯টার দিকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তাকে গ্রেপ্তার করে। অয়নের বাড়ি শহরের চন্দ্রিমা থানার মেহেরচন্ডী থান্ডারপাড়ায়।
বুধবার বিকালে আরএমপির মুখপাত্র জামিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাগরপাড়া বটতলা এলাকায় অয়নের দোকান আছে। এই দোকানে অস্ত্র থাকার খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয় দোকান থেকে। এ সময় অবৈধ অস্ত্র রাখার অভিযোগে অয়নকে আটক করা হয়।
অয়ন পুলিশকে জানিয়েছেন, সোহেল রানা নামের এক ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ থেকে অস্ত্র ও গুলি কিনে এনে তার কাছে রেখেছিলেন বিক্রির জন্য। তারা দুজন দীর্ঘদিন ধরে অস্ত্রের ব্যবসা করছিলেন। এ নিয়ে দুজনের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।