• ঢাকা, বাংলাদেশ
  • ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

তদন্ত কমিটির কাছে সাক্ষ্য দেওয়ায় যুবকের ওপর হামলা

প্রকাশ: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩ ৮:৩৭

তদন্ত কমিটির কাছে সাক্ষ্য দেওয়ায় যুবকের ওপর হামলা

স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ীহাটে অবস্থিত আঞ্চলিক দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারের ৪০টি গরু নিলামের অনিয়মের বিষয়ে তদন্ত কমিটির কাছে সাক্ষ্য দেওয়ায় এক যুবকের ওপর হামলা হয়েছে। বুধবার সন্ধ্যায় খামারের প্রধান ফটকের সামনে এই ঘটনা ঘটে। এর আগে দুপুরে তদন্ত কমিটি গেলে অমিত হাসান (৪০) নামের এই ব্যক্তি অনিয়ম নিয়ে সাক্ষ্য দেন।
অমিত হাসানের বাড়ি পাশর্^বর্তী মোল্লাপাড়া গ্রামে। তিনি জানিয়েছেন, অনিয়ম নিয়ে সাক্ষ্য দেওয়ার কারণে খামারের চতুর্থ শ্রেণির কর্মচারী কামরুজ্জামান বাদশা তার ওপর হামলা চালিয়েছেন। হাতুড়ি দিয়েও তাকে আঘাত করা হয়েছে। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে তিনি প্রাণে রক্ষা পান। এ নিয়ে তিনি থানায় লিখিত অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছেন।
খামারের উপপরিচালক ডা. আতিকুর রহমান জানান, হামলার বিষয়টি শুনে তিনি অমিত হাসানকে ডেকেছিলেন। বুধবার সকালে অমিত হাসান তার অফিসে গিয়ে মৌখিক অভিযোগ করেছেন। তিনি লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন। লিখিত অভিযোগ পেলে কামরুজ্জামান বাদশার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এর আগে গত ১০ অক্টোবর সরকারি এ খামার থেকে ৪০টি গরু প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়। এই নিলামে অংশ নিতে প্রায় ৪০০ জন ব্যাংক ড্রাফটের মাধ্যমে জামানত জমা দিয়েছিলেন। কিন্তু জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সালমান ফিরোজ ফয়সাল তার লোকজন নিয়ে গিয়ে কাউকেই নিলামে অংশ নিতে দেননি। ৩০টি গরু তিনি একাই কেনেন সরকার নির্ধারিত মূল্যের চেয়ে মাত্র ৪০০ থেকে ৬০০ টাকা বেশি দিয়ে। বাকি ১০ গরুর মধ্যে ৫টি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং অন্য ৫টি খামারের কর্মকর্তারা কেনেন বলে জানা গেছে।
নিলামের দিন সরকারী কর্মচারী হয়েও কামরুজ্জামান বাদশা সিন্ডিকেটের হোতা ফয়সালের হয়ে দর হাঁকছিলেন। এই সিন্ডিকেটের আরও দুজনের দরও হাঁকছিলেন তিনি। সিন্ডিকেটের বাইরে গিয়ে অমিত হাসান দুটি গরুর দর হাঁকলে বাদশা তাকে তেড়ে যান। নিলামে অমিত হাসানকে অংশ নিতে দেওয়া হয়নি।
নিলামের অনিয়ম নিয়ে পরদিন সংবাদ প্রকাশ হলে বিষয়টি প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. এমদাদুল হক তালুকদারের নজরে আসে। পরে তাঁর নির্দেশনায় সেদিনই বিষয়টি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে দেন অধিদপ্তরের প্রশাসন শাখার উপপরিচালক ডা. মো. মাহবুবুল আলম ভুঁঞা। কমিটির প্রধান করা হয় নাটোর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফাকে। বুধবার কমিটির সদস্যরা খামারে গিয়ে তদন্ত করেন। অমিত হাসানকে ডেকে নিয়ে তার সঙ্গেও কথা বলেন তারা। গরু নিলামের ক্ষেত্রে যেসব অনিয়ম হয় তার সবই তুলে ধরেন অমিত হাসান। এরপর সন্ধ্যায় তার ওপর হামলা হয়।
অমিত হাসানের ওপর হামলার বিষয়ে কথা বলতে কামরুজ্জামান বাদশার সঙ্গে যোগাযোগ করা যায়নি। গরু সিন্ডিকেটে নেতৃত্ব দেওয়া সাবেক ছাত্রলীগ নেতা সালমান ফিরোজ ফয়সাল বলেন, ‘অমিত হাসানের ওপর হামলা হয়েছে এ রকম কোন ঘটনা আমার জানা নেই।’
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. জুলফিকার মো. আখতার হোসেন বলেন, ‘গতবার গরু নিলামের সময় আমি নিজেও ছিলাম। সেদিন কামরুজ্জামান বাদশাকে ওই সিন্ডিকেটের হয়ে লাফালাফি করতে দেখেছিলাম। খোঁজ নিয়ে জেনেছিলাম, সে নাকি খামারের অস্থায়ী কর্মচারী। এখন শুনছি স্থায়ী কর্মচারী। সে যদি কারও ওপর হামলা করে তাহলে ভুক্তভোগী থানায় অভিযোগ করতে পারে। পুলিশ ব্যবস্থা নেবে। আমাদের অভিযোগ দিলে আমরাও ব্যবস্থা নেব।’

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675