স্টাফ রিপোর্টার: রাজশাহীতে নানা কর্মসূচিতে শেখ রাসেল উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে নগর ভবনে শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। পরে একটি শোভাযাত্রা বের করা হয়। দুপুরে কেক কাটা হয়।
বেলা ১১টায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন খায়রুজ্জামান লিটনসহ দলীয় নেতাকর্মীরা। এরপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়েও কেক কাটা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ একরামুল হক এতে সভাপতিত্ব করেন।
রাজশাহী বিভাগীয় ও জেলা প্রশাসনের উদ্যোগে সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয়’- শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। এর আগে একটি শোভাযাত্রা বের করা হয়।