• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েই সমালোচনার মুখে আলিয়া

প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩ ১২:০২

সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েই সমালোচনার মুখে আলিয়া

অনলাইন ডেস্ক: গত বছর মুক্তি পেয়েছিল সঞ্জয় লীলা বান্সালির ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ সিনেমা। যেখানে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ছবিটি মুক্তির পরেই দর্শক ও সমালোচকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পেয়েছিলেন তিনি।
বক্স অফিসেও ভালো ব্যবসা করেছিল ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’। চলতি বছরে সেই ছবির জন্যই সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পেলেন আলিয়া। মাসখানেক আগে নাম ঘোষণা হলেও মঙ্গলবার (১৭ অক্টোবর) নয়াদিল্লির বিজ্ঞান ভবনে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি।
এসময় তার সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী ও বলিউড অভিনেতা রণবীর কপূর। স্ত্রী পুরস্কার গ্রহণ করার সময় তার ছবি তুলতে ভুলেননি এই তারকা। এরপর রণবীরকে সঙ্গে নিয়ে সেলফি তোলেন আলিয়াও। স্বামীর কপালে চুমু দেওয়া সেই ছবি ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। এরপরই শুরু হয় আলোচনা।

মূলত এদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির ছিলেন রাষ্ট্রপতি, কেন্দ্রীয় মন্ত্রী থেকে ওয়াহিদা রহমানের মতো বর্ষীয়ান তারকা। সেখানেই রণবীরকে চুম্বন নিয়ে প্রশ্ন তুলেছে নেটিজেনরা। একদলের মন্তব্য, ‘লজ্জাও করে না তাদের!’ অনেকে আবার আরও একধাপ এগিয়ে বলেছেন, ‘দেশের রাষ্ট্রপতির সামনে কেমন আচরণ করতে হয়, সেটাও জানেন না।’

আরও পড়ুনঃ  বিয়ে করলে কাজ কমবে না, ২১ বছরেই সংসার শুরু অনন্যার

তবে অনেকেই স্বামী-স্ত্রীর ভালোবাসার এমন দৃশ্যর প্রশংসাও করেছেন। স্ত্রীর সাফল্যের স্বামীর পাশে থাকাকেও বাহবা দিয়েছেন।

মঙ্গলবার জাতীয় পুরস্কার নিতে রণবীরের হাত ধরে লাল গালিচায় এসেছিলেন আলিয়া। তার পরনে ছিল বিয়ের শাড়ি। গত বছর রণবীরের সঙ্গে বিয়ের সময় বাঙালি পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজ়াইন করা একটি আইভরি রঙের শাড়ি পরেছিলেন অভিনেত্রী। সেটা পরেই জাতীয় পুরস্কার গ্রহন করেন তিনি।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675