• ঢাকা, বাংলাদেশ
  • ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

‘ভারতের কাছে পাত্তাই পাবে না বাংলাদেশ’

প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩ ১:৫৩

‘ভারতের কাছে পাত্তাই পাবে না বাংলাদেশ’

অনলাইন ডেস্ক: টানা হারে বিশ্বকাপের পয়েন্ট টেবিলে এখন যে অবস্থানে আছে বাংলাদেশ, আরও একটা হার হজম করা কষ্টদায়কই হবে। এ ছাড়া টুর্নামেন্টে টিকে থাকার আশা অনেকটাই কমে আসবে সাকিব আল হাসানদের। বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর ম্যাচে বড় প্রতিপক্ষ স্বাগতিক ভারত। যারা কি না চলতি বিশ্বকাপে তিন ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে।
পরিসংখ্যান কিংবা পারফরম্যান্স সব দিক থেকেই আজ ফেভারিট হিসেবেই মাঠে নামবে টিম ইন্ডিয়া। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা আড়াইটায়।

ভারতের চ্যালেঞ্জে মোকাবিলার আগে বড় দুশ্চিন্তা টাইগার কাপ্তান সাকিব আল হাসানকে নিয়ে। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন তিনি। তবে ধারণা করা যাচ্ছে আজকের ম্যাচে খেলবেন সাকিব। এর মধ্যে খবর ম্যাচ ভেন্যুতে দলের সঙ্গে উপস্থিতও হয়েছেন তিনি।
ম্যাচটি ঘিরে কে কী বলছেন

আরও পড়ুনঃ  নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় বাংলাদেশের

উপমহাদেশের ক্রিকেটের দুই পরাশক্তি ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে উন্মাদনা নতুন কিছু নয়। তবে নতুন করে ভারত-বাংলাদেশ লড়াইও বড় ম্যাচের তকমা পেয়েছে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে অনেকেই কথা বলেছেন। তবে সবচেয়ে আলোচিত উক্তিটি করেছেন ভারতের ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জেরকর, তার মতে বাংলাদেশ শতভাগ দিয়ে খেললেও ভারতকে হারাতে পারবে না।

আরও পড়ুনঃ  ২-০ গোলের জয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করল বার্সেলোনা

অন্যদিকে ইএসপিএন ক্রিকইনফোতে বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে আলোচনায় নিউজিল্যান্ডের সাবেক ফাস্ট বোলার শেন বন্ড বলেন, জয়ের জন্য ভারতের ৮০% সামর্থ্য নিয়ে খেলাই যথেষ্ট হবে। বাংলাদেশের বিপক্ষে ভারতের হারের কোনো কারণ নেই বলে মনে করেন তিনি, ‘খুব সহজ একটা জয় পাবে ভারত’। নিউজিল্যান্ডের সাবেক এই ক্রিকেটারের মতে, ‘ভারতের কাছে বাংলাদেশ পাত্তাই পাবে না’।

বিশ্বকাপে টানা দুই হারের নেপথ্যে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। আজকেও বড় ব্যবধান গড়ে দিতে পারেন ব্যাটাররা। কারণ পুনের উইকেটে তিনশ’র বেশি রানও নিরাপদ না। শেষ ১৪ ইনিংসে ৮বারই তিনশ প্লাস রান হয়েছে। আজ ভারত যদি শুরুতে ব্যাট করে বড় স্কোর দাঁড় করায়, সেটি বাংলাদেশের জন্য সেটা হবে অনেক বড় চ্যালেঞ্জ।

আরও পড়ুনঃ  গতির ফুলকি ছোটানো নাহিদ রানার প্রশংসায় রাচিন রবীন্দ্র

ভারতের সাবেক ক্রিকেটার ও ক্রিকেট উপস্থাপক আকাশ চোপড়া নিজের ইউটিউব চ্যানেলের বিশ্লেষণে বাংলাদেশের সমস্যার কথা বলতে গিয়ে ওপেনিং পজিশনে তেমন রান না আসার কথা বলেন। মুশফিক কিছু রান করছেন তবে সেটা দলের জন্য যথেষ্ট নয়। সাকিব আল হাসানকে ‘বাংলাদেশ দলের জান’ বলছেন আকাশ চোপড়া, যদি সাকিব না খেলেন সেটা অনেক বড় ধাক্কা বলে মনে করেন তিনি।

সর্বশেষ সংবাদ

সম্পদের হিসাব দিলেন নাহিদ ইসলাম
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১০:১৩
পুলিশ কমিশনার কাপ ক্রীড়া টুর্নামেন্টের সমাপ্তি
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১০:১৩
বঙ্গবন্ধু সেতু ও বঙ্গবন্ধু টানেলের নাম পরিবর্তন
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১০:১৩
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675