অনলাইন ডেস্ক: গত ম্যাচেই মাইলফলকটা ছুঁয়ে ফেলেছিলেন প্রায়। কিন্তু হাতছোঁয়া দূরত্ব থেকেই ফিরতে হয়েছিল মুশফিকুর রহিমকে। ভারতের বিপক্ষে অবশ্য আবার সুযোগ পাচ্ছেন। এই হাই ভোল্টেজ ম্যাচেই দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে এক হাজার রান পূর্ণ করার সুযোগ বাংলাদেশ ক্রিকেটের অন্যতম নির্ভরযোগ্য ক্রিকেটার মুশফিকের সামনে
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বিশ্বকাপের অন্যতম হাই ভোল্টেজ ম্যাচ হিসেবেই এই ম্যাচকে ধরা হচ্ছে। সাম্প্রতিককালে এই দুই প্রতিবেশী দলের লড়াই দারুণ উত্তাপ ছড়িয়েছে। শক্তিমত্তায় ভারত অনেক এগিয়ে থাকলেও তাদের কখনোই ছেড়ে কথা বলে না টাইগাররা। তাই ম্যাচগুলো হয় টানটান উত্তেজনার।
ভারত-বাংলাদেশ ম্যাচে আজ নজর নজর রাখতে হচ্ছে মুশফিকুর রহিমের দিকে। বড় ম্যাচে জ্বলে উঠতে জুড়ি নেই তার। আর তার সামনে এবার দারুণ এক সুযোগ। বিশ্বকাপে এক হাজার রান থেকে মাত্র একটি বাউন্ডারি দূরত্বে দাঁড়িয়ে মুশফিক। ভারতের বিপক্ষে মাত্র চার রান করলেই বিশ্বকাপে হাজার রান করা খেলোয়াড়দের তালিকায় নাম লেখাবেন তিনি।
২০০৭ সালে প্রথমবার বিশ্বকাপে খেলা মুশফিক এবার নিয়ে পঞ্চমবার বিশ্বকাপ খেলছেন। সব মিলিয়ে ৩২ ম্যাচের ৩১ ইনিংসে ৯৯৬ রান করেছেন তিনি। ৩৯.৮৪ গড়ে ও ৭৯.৯৪ স্ট্রাইকরেটে এই রান করেছেন মুশফিক। ৮টি অর্ধশতকের সঙ্গে একটি শতকও আছে তার নামে। গত বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৭ বলে ১০২ রানের দারুণ এক ইনিংস খেলেছিলেন তিনি।
ভারতের মাটিতে বিশ্বকাপ মুশফিক শুরু করেছিলেন নামের পাশে ৮৭৭ রান নিয়ে। প্রথম তিন ম্যাচ শেষে তার সংগ্রহ ১১৯ রান। এর মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে দলের বিপদের মুহূর্তে খেলেন ৭৫ বলে ৬৬ রানের ইনিংস।
মাত্র একজন বাংলাদেশি খেলয়াড়েরই বিশ্বকাপে এক হাজারের বেশি রান আছে। ৩২ ইনিংসে ৪২.৮৯ গড়ে ১২০১ রানের মালিক সাকিব আল হাসান। রান সংগ্রাহকের তালিকায় ৬ নম্বরে আছেন সাকিব। আজ মাত্র ৭ রান করতে পারলেই এবি ডি ভিলিয়ার্সকে পেছনে ফেলে পঞ্চম সর্বোচ্চ রানের মালিক হতে পারবেন সাকিব। সুযোগ থাকছে ব্রায়ান লারাকে ছাড়িয়ে চতুর্থ স্থানেও উঠে আসার। সে জন্য করতে হবে ২৫ রান।