অনলাইন ডেস্ক: গত কয়েকদিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি । জীবনের এই কঠিন সময়ে কিছু ব্যাপারে বেশ ভালো করেই উপলব্ধি করেছেন তিনি। একই সঙ্গে প্রকৃত শুভাকাঙ্ক্ষী ও সুবিধাবাদীদের মধ্যকার পার্থক্যও বুঝতে পেরেছেন পরীমণি।
আলোচিত এ অভিনেত্রী হাসপাতালে থাকলেও সোশ্যাল মিডিয়া ফেসবুকে খুব সক্রিয়। হাসপাতাল থেকেই বিভিন্ন সময় পোস্ট দিয়ে যাচ্ছেন। সেই ধারাবাহিকতায় বুধবার (১৮ অক্টোবর) ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন পরীমণি।
এ অভিনেত্রী ক্যাপশনে লেখেন, ‘এই যারা বলেন আমার এত মনের জোড় কোথায় পেয়েছি। এই যে দেখেন, এটা হলো বংশীয় ধারা। ছোটখাটো একটা অপারেশন হবে আমার নানার। দোয়া করবেন।’
ভিডিওতে নায়িকার ছেলে রাজ্যর সঙ্গে মজা করতে দেখা গেছে তার নানাকে। এছাড়া মন্তব্যের ঘরে অনেকেই দোয়া প্রার্থনা করেছেন অভিনেত্রীর নানার জন্য।
এদিকে গত ১২ অক্টোবর জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন পরীমণি। তখন তিনি জানিয়েছিলেন, ক’দিন ধরে অসুস্থবোধ করায় হাসপাতালে যান চিকিৎসকের পরামর্শ নেয়ার জন্য। পরে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে হাসপাতালে ভর্তি হওয়ার কথা বলেন চিকিৎসক। তারপর গত কয়েকদিন ধরে হাসপাতালেই রয়েছেন এ নায়িকা। এখনও সেখানেই চিকিৎসা নিচ্ছেন তিনি।
‘ডোডোর গল্প’ সিনেমার মাধ্যমে শুটিংয়ে ফিরেছিলেন এ নায়িকা। দীর্ঘ ২ বছর পর গত ৮ অক্টোবর ক্যামেরার সামনে আসেন তিনি। এই সিনেমার কাহিনি, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক।