• ঢাকা, বাংলাদেশ
  • ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বাগমারায় শারদীয় দুর্গোৎসব ঘিরে ৫ হাজার নারী-পুরুষের মাঝে পূজার উপহার বিতরণ করেন

প্রকাশ: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩ ১২:১৮

বাগমারায় শারদীয় দুর্গোৎসব ঘিরে ৫ হাজার নারী-পুরুষের মাঝে পূজার উপহার বিতরণ করেন

হেলাল উদ্দীন,বাগমারা: রাজশাহীর-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, ধর্ম যার যার উৎসব সবার। প্রতি বছরের ন্যায় এবার হিন্দু সম্প্রদায়ের মাঝে এসেছে দুর্গোৎসব। দুর্গোৎসবের এই দিনে প্রতিটি পরিবার যেন আনন্দের সাথে শারদীয় দুর্গা পূজো উদযাপন করতে পারে সে কারনে হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষের মাঝে দেয়া হচ্ছে পূজোর উপহার।

উপজেলার প্রতিটি হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে বইছে শারদীয় দুর্গাপূজার আনন্দ। বর্তমান সময়ে প্রতিটি উৎসব সকলের। যে ধর্মেরই লোক হক না কেন। প্রতিটি উৎসবে সবাই একই আনন্দ উপভোগ করে থাকে। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে সকল ধর্মের লোকজন একে অপরের উৎসব ভাগাভাগি করে থাকে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ট্রাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত ২

বৃহস্পতিবার সকালে সালেহা-ইমারত কোল্ড স্টোরেজ প্রাঙ্গণে উপজেলার হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজার উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে এসব কথা বলেন। তিনি আরো বলেন, হিন্দু সম্প্রদায়ের অনেক লোকজন আছে যারা পূজো এলে একটা নতুন শাড়ী কিনতে পারে না। আবার অনেকে লোক লজ্জার ভয়ে কারো কাছে চাইতেও পারে না। এই উপহার শুধু উপহারই নয়। এই উপহার হচ্ছে সবার সাথে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেয়া।

আরও পড়ুনঃ  রমযানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে চিকিৎসকদের মানবসেবায় আত্মনিয়োগ করতে হবে : ডা. শফিকুর রহমান

হিন্দু সম্প্রদায়ের সবাই যেন সুন্দর ভাবে দুর্গোৎসব পালন করতে পারে সে লক্ষ্যে প্রায় ৫ হাজার নারী-পুরুষের মাঝে পূজার উপহার বিতরণ করেন এমপি এনামুল হক।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনাগ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিসেস তহুরা হক, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সহ-সভাপতি মতিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, কার্যকরী কমিটির সদস্য হাচেন আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, যুব মহিলা লীহের সভাপতি শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক পারভীন আক্তার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার সিংহ প্রমুখ।

আরও পড়ুনঃ  আন্তর্জাতিক নারী দিবস ও নগরপ্রান্তিক নারীদের অধিকার শীর্ষক এ্যাডভোকেসি সভা

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675