অনলাইন ডেস্ক: কিংবদন্তি ব্রাজিলিয়ান ফুটবলার রোনালদিনহো ঢাকায় এসেছিলেন গত ১৮ অক্টোবর (বুধবার)। ওইদিন সন্ধ্যায় এ ফুটবলারকে নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন সংগীতশিল্পী জেফার রহমান।
এদিকে রোনালদিনহো ঢাকায় নেমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘রোনালদিনহোর আগমন দেশের ফুটবলকে অনুপ্রাণিত করবে।’
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের হোটেল রেডিসনে আয়োজিত ‘ম্যাজিক্যাল নাইট উইথ রোনালদিনিও’ শীর্ষক সাংস্কৃতিক আয়োজনে অংশ নেন রোনালদিনহো। এ সময় সেখানে সংগীত পরিবেশন করেন জেফার রহমান।
এ অনুষ্ঠানে শাকিরার ‘ওয়াকা ওয়াকা’, ‘লা লা লা’ ও নিজের ‘ঝুমকা’সহ বেশ কয়েকটি গান পরিবেশন করেন জেফার।
পরে অনুষ্ঠান চলাকালীন দর্শকসারিতে ছিলেন এই কিংবদন্তি ফুটবলার। অনুষ্ঠান শেষে জেফার সাক্ষাৎ করেন রোনালদিনহোর সঙ্গে। স্মরণীয় করতে মুহূর্তটিকে ফ্রেমেও বন্দি করেন তিনি।