• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

পাকিস্তানের সামনে অস্ট্রেলিয়ার রানের পাহাড়

প্রকাশ: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩ ৮:৫০

পাকিস্তানের সামনে অস্ট্রেলিয়ার রানের পাহাড়

অনলাইন ডেস্ক: পাকিস্তানের শক্তিশালী বোলিং লাইনআপকে কোনো পাত্তাই দিলেন না ডেভিড ওয়ার্নার এবং মিচেল মার্শ। শাহিন শাহ আফ্রিদি-হারিস রউফদের রীতিমতো নাস্তানাবুদ করে ২৫৯ রানের রেকর্ড ওপেনিং জুটি গড়ে অজিরা। আর তাতে পাকিস্তানকে পাহাড়সম লক্ষ্য দিয়েছে প্যাট কামিন্সের দল।
শুক্রবার (২০ অক্টোবর) বেঙ্গালুরুর চিন্বাস্বামী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। নির্ধারিত ওভার শেষে ৩৬৭ রান করেছে কামিন্সের দল। ১৪ চার ও ৯ ছয়ে অজিদের হয়ে ১৬৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন ডেভিড ওয়ার্নার।
খেলতে নেমে বিধ্বংসী ব্যাটিং শুরু করে অস্ট্রেলিয়া। পাওয়ার-প্লেতে কোনো উইকেট না হারিয়েই ৮২ রান করে ওয়ার্নার-মার্শ জুটি। তবে অজিদের শুরু এতোটা ভালো নাও হতে পারতো। পাঁচ ওভারের মধ্যেই একটি সুযোগ তৈরি করেছিল পাকিস্তান। শাহিন আফ্রিদির বলে সহজ ক্যাচ নিতে ব্যর্থ হন উসামা মীর।

আরও পড়ুনঃ  ‘জোড়াতালির' অস্ট্রেলিয়াকে নিয়ে সতর্ক ইংল্যান্ড

ক্যাচ ফেলার মাশুল ভালোভাবেই দিতে হয়েছে পাকিস্তানকে। সেট হওয়ার পর দুই অজি ওপেনারই রীতিমতো তুলোধুনা করেছেন পাক বোলারদের। গড়েছেন রেকর্ড জুটি। পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার এই ২৫৯ রানের জুটি এখন পর্যন্ত বিশ্বকাপে তাদের সবচেয়ে বড় ওপেনিং জুটি। ২০১১ সালের বিশ্বকাপে কানাডার বিপক্ষে ব্র্যাড হ্যাডিন এবং শেন ওয়াটসনের গড়া ১৮৩ রানের রেকর্ড ভেঙেছেন ওয়ার্নার-মার্শ।

আরও পড়ুনঃ  নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় বাংলাদেশের

রেকর্ড জুটি গড়ার পথে সেঞ্চুরির দেখা পেয়েছেন ওয়ার্নার এবং মার্শ দুজনেই। ৩৪ ওভারে জুটি ভাঙেন শাহিন শাহ আফ্রিদি। ১০ চার ও ৯ ছক্কায় ১০৮ বলে ১২১ রান করে ফেরেন মার্শ। জায়গা পরিবর্তন করে তিনে নামা গ্লেন ম্যাক্সওয়েল আউট হয়েছেন প্রথম বলেই।

অস্ট্রেলিয়া দ্রুত দুই উইকেট হারানোর পর ম্যাচের লাগাম টেনে ধরে পাকিস্তান। স্টিভেন স্মিথকে সেট হওয়ার আগেই সাজঘরে ফেরান উসামা মীর। হারিস রউফ আউট করেন বিধ্বংসী ওয়ার্নারকে। ১৪ চার ও ৯ ছক্কায় ১২৪ বলে ১৬৩ রানের দানবীয় ইনিংস খেলে আউট হয়েছেন ওয়ার্নার।

আরও পড়ুনঃ  ভারত-পাকিস্তান ম্যাচে যেমন থাকবে পিচ ও আবহাওয়া

মার্কাস স্টয়নিস এবং জশ ইংলিশ ভালো শুরু পেলেও টিকতে পারেননি বেশিক্ষণ। টেইলেন্ডারদের কেউই পোঁছাতে পারেননি দুই অঙ্কে। তাতে ৪০০ করার সম্ভাবনা থাকলেও ৩৬৭ রানে থেমেছে অজিদের ইনিংস।

পাকিস্তানি বোলারদের মধ্যে সবচেয়ে দুর্দান্ত ছিলেন শাহিন আফ্রিদি। ১০ ওভার হাত ঘুরিয়ে ৫৪ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি। খরুচে বোলিং করলেও শেষদিকে ৩ উইকেট নিয়েছেন হারিস রউফ। শাদাবের বদলি হিসেবে দলে আসা উসামা মীর নিয়েছেন ১ উইকেট।

সর্বশেষ সংবাদ

সম্পদের হিসাব দিলেন নাহিদ ইসলাম
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১০:১৩
পুলিশ কমিশনার কাপ ক্রীড়া টুর্নামেন্টের সমাপ্তি
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১০:১৩
বঙ্গবন্ধু সেতু ও বঙ্গবন্ধু টানেলের নাম পরিবর্তন
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১০:১৩
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675