• ঢাকা, বাংলাদেশ
  • ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রাজশাহীতে আদিবাসী মুক্তি মোর্চার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশ: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩ ৯:৫১

রাজশাহীতে আদিবাসী মুক্তি মোর্চার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার: ‘সংগঠনে আনে শক্তি, সংগ্রামে আনে মুক্তি’ এই স্লোগান নিয়ে রাজশাহীতে আদিবাসী মুক্তি মোর্চার ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার রাজশাহী অ্যাসোসিয়েশন ভবন হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবী শাহীন আক্তার রেনী।
তিনি বলেন, আদিবাসীরা অত্যন্ত সৎ ও নিরিহ স্বভাবের মানুষ। তাদের মধ্যে কোন প্রকার প্রতিহিংসা নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদিবাসীদের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। এই সরকারের ১৫ বছরে দেশের উন্নয়নের সাথে সাথে আদিবাসীদের উন্নয়নে আলাদা বাজেট করা হচ্ছে।
আদিবাসী মুক্তি মোচার সভাপতি যোগেন্দ্রনাথ সরেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কারিতাসের রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক ডেভিড হেমব্রম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালাচারাল একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালান করেন আদিবাসী মুক্তি মোর্চার রাজশাহী মহানগরের সভাপতি বিনয় টুডু।

আরও পড়ুনঃ  আওয়ামী লীগ নেতা ‘ব্যাটারি বাবু’ ভবনে ঢুকে হাওয়া!

 

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675