• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বড় মঞ্চে বাংলাদেশের সঙ্গে খেলার আশা আর্জেন্টিনার

প্রকাশ: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩ ১০:৫২

বড় মঞ্চে বাংলাদেশের সঙ্গে খেলার আশা আর্জেন্টিনার

অনলাইন ডেস্ক: বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করায় বাংলাদেশ ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। একদিন বড় মঞ্চে লাল সবুজ প্রতিনিধিদের সঙ্গে দেখা হওয়ার আশাও প্রকাশ করেছে তারা।
গত কাতার বিশ্বকাপ থেকে বাংলাদেশের সঙ্গে ফুটবলে এক মধুর সম্পর্ক গড়ে উঠেছে আর্জেন্টিনার। ম্যারাডোনা যুগ থেকে এদেশে আর্জেন্টাইন সমর্থকগোষ্ঠী গড়ে উঠলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমের কল্যাণে লিওনেল মেসির যুগের উন্মাদনাটা বেশি নজরে এসেছে তাদের। ৩৬ বছর পর কাতারে গত ডিসেম্বরে বিশ্ব জয়ের পর তাই তারা বাংলাদেশিদের অকুণ্ঠ সমর্থনকে ভুলে যায়নি। বরং নানাভাবে কৃতজ্ঞতা প্রকাশের চেষ্টা করে গেছে।
৪৫ বছর বিরতির পর গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে তারা আবার দূতাবাস চালু করেছে। প্রথম বাংলাদেশি হিসেবে দেশটির ক্লাবে খেলার সুযোগ পেয়েছেন জামাল ভূঁইয়া। ফুটবলের পাশাপাশি সেদেশের ক্রীড়াপ্রেমীরা খবর রাখে এদেশের জনপ্রিয় খেলা ক্রিকেটেরও। ফুটবলে জামালদের যেকোনো অর্জনে অভিনন্দন জানাতে ভুলে না আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
এ যেমন বিশ্বকাপ বাছাইয়ের প্রথম রাউন্ডে মালদ্বীপকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পা রাখায় বাংলাদেশকে নিজেদের সামাজিক মাধ্যমে অভিনন্দন জানিয়েছে এএফএ। তাদের আশা বাছাইপর্ব পেরিয়ে একদিন বিশ্বকাপে পা রাখবে বাংলাদেশ। যেখানে দেখা হবে দুই দেশের।

শুক্রবার (২০ অক্টোবর) এএফএ তাদের সামাজিক মাধ্যমে বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে লেখে, ‘বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডের কোয়ালিফাই করায় বাংলাদেশকে অভিনন্দন! আমরা আশা করি কোনো একদিন বড় মঞ্চে দেখা হবে।’

সর্বশেষ সংবাদ

সম্পদের হিসাব দিলেন নাহিদ ইসলাম
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১০:১৩
পুলিশ কমিশনার কাপ ক্রীড়া টুর্নামেন্টের সমাপ্তি
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১০:১৩
বঙ্গবন্ধু সেতু ও বঙ্গবন্ধু টানেলের নাম পরিবর্তন
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১০:১৩
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675