অনলাইন ডেস্ক: ভারতের বিপক্ষে শোচনীয় হারের পর ভাইরাস জ্বরে আক্রান্ত হয়েছিলেন পাকিস্তানের ৬ ক্রিকেটার। অস্ট্রেলিয়ার বিপক্ষে পরবর্তী ম্যাচে তাদের পাওয়া নিয়ে শঙ্কাও তৈরি হয়েছিল। সেসব ছাপিয়ে ম্যাচের আগেরদিন অনুশীলনে ফেরেন ৫ জন। এরপর মাঠে নামা শাহিন শাহ আফ্রিদিরা পড়ে যান অস্ট্রেলিয়ান ওপেনারদের ‘রোলার কোস্টারে’। যদিও শেষদিকে লাগাম ছিল শাহিন আফ্রিদি ও হারিস রউফের হাতে। তবুও ৩৬৭ রানের বড় পাহাড় গড়ে ফেলে অস্ট্রেলিয়া। মিডল অর্ডারের ব্যর্থতায় সেই পাহাড় টপকাতে পারেনি বাবর আজমের দল। টানা দ্বিতীয় ম্যাচে তারা হেরেছে ৬২ রানে।
বেঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়ামটি ব্যাটিং সহায়ক এবং বাউন্ডারিও কিছুটা ছোট বলে আগেই জানা গিয়েছিল। সেখানকার পিচকে আজ (শুক্রবার) দারুণ কাজে লাগিয়েছেন দুই অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। দুজনের জোড়া সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার দৌড়-টা ছিল চারশ রানের দিকে। সেটি না হলেও ম্যাচ জয়ের মতো বড় পুঁজি পেয়ে যায় প্যাট কামিন্সরা।
বিস্তারিত আসছে…………..