অনলাইন ডেস্ক: বাংলাদেশ ও কলকাতায় এই মুহূর্তে দুর্গাপূজা উৎসব চললেও মুম্বাইতে এখন চলছে নবরাত্রি উৎসব। নবরাত্রিতে অবাঙালি হিন্দুরা শুধু দুর্গারূপই নয়, দেবীর নয়টি রূপের আরাধনা করে। আর এ নবরাত্রিতেই হাসপাতাল থেকে সুখবর দিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত।
শুক্রবার (২০ অক্টোবর) নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে দুটি ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেন অভিনেত্রী। ওই ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালে ফুটফুটে এক পুত্রসন্তান কোলে পরিবারের সঙ্গে দাঁড়িয়ে আছেন কঙ্গনা। আবেগঘন মুহূর্তের এ ছবিতে মুহূর্তেই ভক্ত আর শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও শুভেচ্ছায় ভাসেন এ বলি সুন্দরী।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা যায়, নবরাত্রির পবিত্র এ তিথিতেই পিসি হয়েছেন কঙ্গনা। ভাই অক্ষত রানাউত ও তার স্ত্রী ঋতু এই শুভ তিথিতেই এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন।
ভাইপোকে কোলে নিয়েই বেশ আবেগী হয়ে পড়েন কঙ্গনা। পোস্ট করা ছবিতে দেখা যায়, ছোট্ট সেই শিশুটিকে কোলে নিয়ে অভিনেত্রী কখনও কেঁদেছেন আর আনন্দে হেসেছেন।
উল্লেখ্য, ভাইয়ের সংসারে নতুন অতিথি আসার কথা জুলাই মাসে ভক্ত আর শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন। বৌদির সাধের অনুষ্ঠানের ছবিও পোস্ট করেছিলেন। এবার সেই নতুন অতিথি আসার অপেক্ষা ফুরাল। পরিবারের পক্ষ থেকে নতুন এ অতিথির নাম রাখা হয়েছে অশ্বথামা রানাউত।