স্টাফ রিপোর্টার : শুক্রবার (২০ অক্টোবর) রাত ৯.১৫ টায় জেলার পুঠিয়ার পুঠিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৬ কেজি গাজাসহ এক শীর্ষ মাদক ব্যাসায়ীকে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গ্রেফতার করেছেন।
ধৃত ব্যক্তি আরএমপির কাটাখালি থানার মাসকাটাদিঘির কুদ্দুস আলীর ছেলে হায়দার আলী (৪০)। এ সময় পিকআপ ১টি, মোবাইল ফোন ১টি, সিমকার্ড ২টি, মেমোরিকার্ড ১টি এবং গাড়ির কাগজ ১ সেট উদ্ধার করা হয়। খবর বিজ্ঞপ্তির।
গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থালে চেকপোস্ট বসিয়ে একটি হলুদ রঙের খালি পিকআপ গতিরোধ করা হয়। এ সময় পিকআপের দরজা খুলে একজন পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা পিকআপের ভিতরেই আটক করে।
ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ওই মাদকদ্রব্য পিকআপের ইঞ্জিনের নীচে বডিতে বিশেষ কায়দায় লোহার তৈরি বক্সে ভরে অভিনব কায়দায় কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে বিক্রয়ের উদ্দেশ্যে রাজশাহী এলাকার দিকে নিয়ে আসছিল এবং ইতিপূর্বে অনেকবার বিভিন্ন কায়দায় অবৈধ মাদকদ্রব্য পরিবহণ করেছিল। তার মামলার পিসিপিআর সার্চ করে জানা যায় পূর্বে আরো ৪ টি মাদকের মামলা ছিল।
রাজশাহী জেলার পুঠিয়া থানায় মাদক আইনেআসামীর বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।