• ঢাকা, বাংলাদেশ
  • ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রাজশাহীতে ডেঙ্গুতে কলেজ করণিকের মৃত্যু

প্রকাশ: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩ ৯:০৬

রাজশাহীতে ডেঙ্গুতে কলেজ করণিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীতে ডেঙ্গুতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম আবদুল লতিফ (৩৯)। রাজশাহীর বাঘা উপজেলার বিনোদপুর পারসাওতা গ্রামে তার বাড়ি। তিনি চারঘাট উপজেলার রাওথা ডিগ্রী কলেজের করণিক ছিলেন।
রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় তিনি মারা যান। শনিবার সকালে ডেঙ্গু সংক্রান্ত এক প্রতিবেদনে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, তিন দিন ধরে জ¦র ও পাতলা পায়খানায় ভুগছিলেন আবদুল লতিফ। গত বৃহস্পতিবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়। তার শারীরীক অবস্থায় খুব খারাপ থাকায় শুক্রবার দুপুরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই সন্ধ্যায় তিনি মারা যান। এই রোগী রাজশাহীতেই স্থানীয়ভাবে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন।
এ নিয়ে চলতি ডেঙ্গু মৌসুমে রামেক হাসপাতালে ১৭ জন রোগীর মৃত্যু হলো। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ২১০ জন রোগী। এদের মধ্যে ৩ হাজার ১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ১৮১ জন হাসপাতালে ভর্তি আছেন। এরমধ্যে ১৭৭ জনই স্থানীয়ভাবে ডেঙ্গুতে আক্রান্ত। এ পর্যন্ত মোট ২ হাজার ৮৬ জন স্থানীয়ভাবে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪৯ জন। ছাড়পত্র পেয়েছেন ৩৬ জন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675