• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

তিন হারের পর বিশ্বকাপে প্রথম জয় শ্রীলঙ্কার

প্রকাশ: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩ ৯:২৮

তিন হারের পর বিশ্বকাপে প্রথম জয় শ্রীলঙ্কার

অনলাইন ডেস্ক: ওয়ানডে বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে টানা হারের পর অবশেষে জয়ের দেখা পেলো শ্রীলঙ্কা। নিজেদের চতুর্থ ম্যাচে নেদারল্যান্ডসকে ৫ উইকেটে হারিয়েছে লঙ্কানরা।

শনিবার লখনউতে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস।

প্রথমে ব্যাটিংয়ে নেমে দলীয় ১০০ রানের আগেই ৬ উইকেট হারিয়ে বসে নেদারল্যান্ডস। সেই ধাক্কা সামলে সাইব্রেন্ট এনগেলব্রেচট ও লগান ফন বিকের ফিফটিতে সব ক’টি উইকেট হারিয়ে ২৬২ রান তুলতে সক্ষম হয় নেদারল্যান্ডস।

জবাবে রান তাড়া করতে নেমে শুরুতে উইকেট হারায় শ্রীলঙ্কা। দলীয় ১৮ রানে ৮ বলে ৫ রান করে আউট হন কুশল পেরেরা। এরপর ক্রিজে আসা অধিনায়ক কুশল মেন্ডিসকে নিয়ে রানের চাকা সচল রাখার চেষ্টা করেন পথুম নিসাঙ্কা।

আরও পড়ুনঃ  গতির ফুলকি ছোটানো নাহিদ রানার প্রশংসায় রাচিন রবীন্দ্র

তবে দলীয় ৫২ রানে ১৭ বলে ১১ রান করে আউট হন অধিনায়ক কুশল মেন্ডিস। এরপর ক্রিজে আসেন সাদিরা সামারাবিক্রমা। তাকে সঙ্গে নিয়ে চাপ সামাল ৫২ রানের জুটি গড়ে চাপ সামাল দেন পথুম নিসাঙ্কা।

দলীয় ১০৪ রানে ৫২ বলে ৫৪ রান করে আউট হন পথুম নিশাঙ্কা। এরপর ক্রিজে আসেন চরিথ আসালাঙ্কা। তাকে নিয়ে ৭৭ রানের জুটি গড়েন দলীয় ১৮১ রানের ৬৬ বলে ৪৪ রানে আউট হন চরিথ আসালাঙ্কা। এরপর ক্রিজে আসেন ধানাঞ্জয়া ডি সিলভা। তাকে সঙ্গে নিয়ে ৭৬ রানের জুটি গড়ে দলের জয়ের ভীত গড়ে দেন সামাবিক্রমা। ৩৭ বলে ৩০ রান করে সিলভা আউট হলেও দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন সামাবিক্রমা। ১০৭ বলে ৯১ রানে অপরাজিত থাকেন এই ব্যাটার।

আরও পড়ুনঃ  নতুন বিশ্বরেকর্ড গড়ে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া

সংক্ষিপ্ত স্কোর:

নেদারল্যান্ডস: ৪৯.৪ ওভারে ২৬২ (ভিক্রম ৪, ও’ডাউড ১৬, আকারম্যান ২৯, ডে লেডে ৬, নিদামানুরু ৯, এডওয়ার্ডস ১৬, এঙ্গেলব্রেশট ৭০, ফন বিক ৫৯, মেরওয়া ৭, আরিয়ান ৯*, মেকেরেন ৪; মাদুশানকা ৯.৪-১-৪৯-৪, রাজিথা ৯-০-৫০-৪, কারুনারাত্নে ৯-১-৫৮-০, থিকশানা ১০-০-৪৪-১, হেমান্থা ৮-০-৪২-০, ধানাঞ্জয়া ৪-০-১৩-০)।
শ্রীলঙ্কা: ৪৮.২ ওভারে ২৬৩/৫ (নিসানকা ৫৪, পেরেরা ৫, মেন্ডিস ১১, সামারাউইক্রামা ৯১*, আসালাঙ্কা ৪৪, ধানাঞ্জয়া ৩০, হেমান্থা; আরিয়ান ১০-০-৪৪-৩, ফন বিক ১০-০-৫৭-০, মেকেরেন ৮-১-৩৯-১, ডে লেডে ৩-০-২৯-০, মেরওয়া ৯-০-৪২-০, আকারম্যান ৮.২-০-৩৯-১)।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675