• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

আফ্রিদিদের মানিয়ে নেয়ার পরামর্শ উমর গুলের

প্রকাশ: রবিবার, ২২ অক্টোবর, ২০২৩ ৪:১৯

আফ্রিদিদের মানিয়ে নেয়ার পরামর্শ উমর গুলের

অনলাইন ডেস্ক: পাকিস্তানের বোলিং অ্যাটাককে ভাবা হয় বিশ্বসেরা। শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফের সমন্বয়ে গঠিত ত্রয়ী যে কোনো দলের জন্যই ভয়ের কারণ। কিন্তু ওয়ানডে বিশ্বকাপের আগে ইনজুরির কারণে ছিটকে যান নাসিম। বাকিরা শতভাগ দিয়ে পারফর্ম করতে পারছেন না। যার প্রভাব পড়ছে ম্যাচের ফলাফলে। তাই সাবেক পেসার উমর গুল পরামর্শ দিয়েছেন, দ্রুত ভারতের কন্ডিশনে মানিয়ে নেয়ার জন্য।
চার ম্যাচের মধ্যে সবশেষ ২টিতেই হেরেছে পাকিস্তান। ভারতর বিপক্ষে ৭ উইকেটে হারের পর বাবর আজমের দল অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরেছে ৬২ রানে। এরপর দলের পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন গুল।

আরও পড়ুনঃ  ডিপিএলে সাকিবের দলবদল স্থগিত

স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলে কথা বলার সময় গুল জানান, ‘মেগা ইভেন্টে ভুল করার কোনো সুযোগ নেই। ভুল থেকে শেখো, ঘুরে দাঁড়াও। দলে অনেক মেধাবী মুখ আছে। তাদের উচিত কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়া।’
পাকিস্তানের ঘুরে দাঁড়ানোর সামর্থ্য রয়েছেন জানিয়ে গুল বলেন, ‘হ্যাঁ, জাতীয় দলের প্রয়োজনীয় প্রতিভা আছে, ঘুরে দাঁড়িয়ে সেমিফাইনালে যাওয়ার সামর্থ্যও আছে। শেষ কয়েকটা বছরে তো দলের বোলিং অ্যাটাক বিশ্বসেরা। শাহিন আফ্রিদি, হারিস রউফ, নাসিম। তবে হ্যাঁ, নাসিমের ইনজুরির কারণে আমরা একটু পিছিয়ে।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে হারা ম্যাচে ৫ উইকেট পেয়েছিলেন আফ্রিদি। এটা তাকে আত্মবিশ্বাস জোগাবে বলে মনে করেন গুল। তিনি বলেন, ‘অজিদের বিপক্ষে শাহিন ৫ উইকেট নিয়েছে। এটা পরবর্তী ম্যাচগুলোতে তাকে আত্মবিশ্বাস দেবে। রউফের উচিত তার ফর্ম ফিরে পাওয়া।’

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675