• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

অসুস্থ হয়ে পরেছেন হাথুরু

প্রকাশ: রবিবার, ২২ অক্টোবর, ২০২৩ ৪:২৩

অসুস্থ হয়ে পরেছেন হাথুরু

অনলাইন ডেস্ক: ওয়াংখেড়েতে বাস থেকে একে একে নামলেন সবাই। পুনে থেকে মুম্বাইয়ের পথটা চার ঘণ্টায় বাংলাদেশ দল পাড়ি দিয়েছে বাসে চড়ে।
এরপর একদিন দল ছিল বিশ্রামে। রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ সামনে রেখে শুরু হয়েছে প্রস্তুতি।
যেখানে নেই হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। কেন? টিম অপারেশন্স ম্যানেজার রাবিদ ইমাম বাংলানিউজকে জানিয়েছেন, অসুস্থ হওয়ায় হোটেলে থেকে গেছেন তিনি; আসেননি অনুশীলনে। সহকারী কোচ নিক পোথাসের তত্ত্ববধানে অনুশীলন করছে দল।

আরও পড়ুনঃ  হাই-ভোল্টেজ লড়াইয়ে যে একাদশ নিয়ে নামতে পারে ভারত-পাকিস্তান

প্রধান কোচ না এলেও সব ক্রিকেটারই মাঠে এসেছেন। ইনজুরির কারণে ভারতের বিপক্ষে খেলতে না পারা অধিনায়ক সাকিব আল হাসান এদিন নেমেছেন ব্যাট হাতেও। যদিও আগের ম্যাচের আগেও তিনি ব্যাটিং করেছিলেন। কাঁধের ইনজুরিতে থাকা তাসকিন আহমেদকে এই প্রতিবেদন লেখা অবধি অনুশীলনে দেখা যায়নি, যদিও তিনি মাঠেই আছেন।

আরও পড়ুনঃ  পাকিস্তানের খেলায় ক্ষুব্ধ জেলবন্দী ইমরান রান

এদিকে বাংলাদেশ দলের সঙ্গে নেট বোলার হিসেবে যোগ দিয়েছেন ওয়াসি সিদ্দিকী। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলা এই লেগ স্পিনার নেট বোলার হিসেবে এসেছেন। রোববার নেটে তাকে বলও করতে দেখা গেছে।

আরও পড়ুনঃ  নিউজিল্যান্ডকে যে লক্ষ্য দিতে চায় বাংলাদেশ

বিশ্বকাপের প্রথম চার ম্যাচের তিনটিতে হেরে বিপর্যস্ত বাংলাদেশ। আগামী ২৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675