অনলাইন ডেস্ক: নিউজিল্যান্ড-ভারত ম্যাচের মাঝামাঝি সময়ে প্রবল কুয়াশার কারণে কিছুক্ষণ খেলা বন্ধ ছিলো। এরপর পরিস্থিতি ভালো হলে আবার খেলা শুরু হয়। নিউজিল্যান্ডের দেয়া ২৭৪ রানের জবাবে ব্যাট করছে ভারত।
রোববার হিমাচলের ধর্মশালা স্টেডিয়ামে টানা পঞ্চম জয়ের লক্ষ্যে টস জিতে বোলিং নেয় ভারত। শুরুতে ব্যাট করতে নেমে ২৭৩ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।
ওপেনার ডেভন কনওয়েকে (০) শুরুতে মোহাম্মদ সিরাজ তুলে নেন। অন্য ওপেনার ইউল ইয়ংকে (১৭) সাজঘরে ফেরান দলে ফেরা মোহাম্মদ শামি। ব্ল্যাক ক্যাপসদের রান তখন ১৯।
ওই ধাক্কা সামাল দেন তিনে নামা বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার রচিন রবীন্দ্র ও চারে নামা ড্যারেল মিশেল। তারা ১৫৯ রানের দুর্দান্ত জুটি গড়েন। ফিফটির পর দুই ব্যাটারই সেঞ্চুরির পথে ছিলেন। রচিন ৭৫ রান করে ফিরলে ওই জুটি ভাঙে। বাঁ-হাতি ব্যাটার ৮৭ বল খেলে ছয়টি চার ও এক ছক্কায় ওই রান করেন।
এরপর ডার্লি মিশেল শেষ ওভারে আউট হওয়ার আগে ১৩০ রান করেন। তার ১২৭ বলের ইনিংস সাজানো ছিল ৯টি চার ও পাঁচটি ছক্কার শটে। তাকে পরের ব্যাটাররা সঙ্গ দিতে পারেননি। গ্লেন ফিলিপস কেবল ২৬ বলে ২৩ রান করেন।
মার্ক চাপম্যান (৬), মিশেল সাটনাররা (১) রান করতে না পারায় তিনশ’ ছাড়িয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েও আটকে গেছে নিউজিল্যান্ড।
হার্ডিক পান্ডিয়ার ইনজুরিতে সূর্যকুমারকে একাদশে এনেছে ভারত। সঙ্গে বোলিং সেট আপেও পরিবর্তন আনতে হয়েছে। শার্দুল ঠাকুরের জায়গায় একাদশে ঢোকা অভিজ্ঞ শামি ১০ ওভার বোলিং করে ৫৪ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন। কুলদীপ যাদব নিয়েছেন ২ উইকেট। বুমরাহ ও সিরাজ ১টি করে উইকেট নেন।