স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘা উপজেলা থেকে বিদেশি পিস্তল ও ওয়ান শুটারগানসহ মো. আলামীন (২৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-৫-এর রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল রোববার রাত ১০টার দিকে বাঘার আলাইপুর এলাকায় এ অভিযান চালায়। র্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার মো. আলামীনের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ইয়াজপুর গ্রামে।
লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে, আলাইপুর মধ্যপাড়া গ্রামে এক ব্যক্তি অবৈধ মাদকসহ অবস্থান করছেন। এ খবর পাওয়ামাত্র র্যাব সদস্যরা সেখানে যান। র্যাবের উপস্থিতি টের পেয়ে আলামীন দৌড়ে পালানোর চেষ্টা করেন। র্যাব সদস্যরা তাঁকে আটকের পর তল্লাশি করলে তাঁর কাছে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি পাওয়া যায়। এ ঘটনায় আলামীনের বিরুদ্ধে বাঘা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।