অনলাইন ডেস্ক: ‘দরদ’ ছবির শুটিংয়ে অংশ নিতে ভিসা জটিলতায় আটকে ছিল সুপারস্টার শাকিব খানের মুম্বাই যাত্রা। সেই জটিলতা কেটে গেছে। রবিবার রাতে শাকিব খানসহ সবাই ভিসা পেয়েছেন।
মঙ্গলবার সকালের ফ্লাইটে মুম্বাইয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন শাকিব।‘দরদ’ এর নাম ঘোষণার পর থেকে বাংলাদেশ ও ভারতে শাকিবের অনুরাগীদের মধ্যে এ সিনেমা নিয়ে আগ্রহ তুঙ্গে! বাংলাদেশি পরিচালক অনন্য মামুন গেল দুই সপ্তাহ ধরে ভারতের মুম্বাইতে আছেন।
তিনি বলেন, শুটিংয়ের যাবতীয় কাজ শুরু হয়েছে আরও আগে। গতকাল রাতে শাকিব ভাইসহ বাংলাদেশ অংশের সবার ভিসা হয়েছে। ভিসা পেতে দেরি হলেও আমাদের কোনো কাজ থেমে ছিল না। বারানসিতে টিম কাজ করছে।
অনন্য মামুন বলেন, মুম্বাইয়ে হিরোইন সোনাল চৌহানকে নিয়ে আমরা গতকাল স্ক্রিপ্ট রিডিং সেশন করেছি। কাজ কিন্তু মোটেও থেমে নেই। চলছে গানের কাজও। শাকিব ভাই আসার পর লুক সেট, হিরোইনসহ স্ক্রিপ্ট রিডিং সেশন ও ফটোশুট হবে। এরপর ২৬ অক্টোবর আমরা উড়াল দেব বারানসিতে। ২৭ অক্টোবর থেকে টানা শুটিং শেষ করে তারপর দেশে ফিরব।
দরদ ছবিটি যৌথভাবে প্রযোজনায় আছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ এবং বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। বাংলা, হিন্দি, তামিল, মালয়ালম, তেলুগু ভাষায় মুক্তি পাবে।
নির্মাতা সূত্রে জানা যায়, আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে একযোগে বিশ্বের ৩২ টি দেশের দরদ মুক্তি দেয়ার পরিকল্পনা আছে।