• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

দশমীতে সিঁদুর খেলায় মাতবেন পূজা চেরী

প্রকাশ: সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩ ৪:৪১

দশমীতে সিঁদুর খেলায় মাতবেন পূজা চেরী

অনলাইন ডেস্ক: পূজার আমেজে মেতে উঠেছে সনাতন ধর্মাবলম্বীরা। তাদের এই উৎসব আন্দোলিত করছে অন্য ধর্মাবলম্বীদেরও। সনাতন ধর্মাবলম্বী তারকারা মেতে উঠেছেন আনন্দ-উল্লাসে। ঘুরে বেড়ান পূজার মণ্ডপে, মেতে উঠেন সিঁদুর খেলায়। এই আনন্দ ছাপ ফেলেছে ঢালিউডের চিত্রনায়িকা পূজা চেরীর মনেও।

কালবেলার সঙ্গে আলাপকালে তরুণ এই নায়িকা জানালেন, ’আমাদের হিন্দু ধর্মের একটি বড় উৎসব দুর্গাপূজা। উৎসবমুখর পরিবেশে অনেক ইনজয় করছি। সব মিলিয়ে পূজার দিনগুলো খুব ভালো কাটছে।’
নামের সঙ্গে পূজা থাকায় বেশ উচ্ছ্বসিত তিনি। আলাপকালে জানালেন, ’আমার নামও পূজা। দুর্গাপূজা বা সরস্বতী পূজা, সবটিতেই পূজা শব্দটি আছে। এটা সব থেকে বেশই ভালো লাগার বিষয়। আমার নামটা সব জায়গায় আছে অনেক সময় বন্ধুদের সঙ্গে মজা করে বলি, দেখছিস আমার জন্য ছাড় দিচ্ছে।’

আরও পড়ুনঃ  প্রেম করতে ১ কোটি ২৫ লাখ টাকার গাড়ি অফার করেছিল

খুলনার গাজিরহাটে জন্মগ্রহণ করেন জয়িতা রায় পূজা। যদিও পূজা চেরী হিসেবেই পরিচিত তিনি। পূজা জানালেন, গ্রামের বাড়ি খুলনায় অনেক বড় করে পূজা পালন হতো কিছু কারণে সেটা হয় না। আর হলেও যাওয়া হয়ে ওঠে না নিজের ব্যস্ততার কারণে।’
‘তবে হাজার ব্যস্ততা বা শুটিং থাকলে কিংবা শুটিং এর মাঝে একটু সময় বের করে পূজামণ্ডপে আমি যাবই। যেমন গতকাল গিয়েছি আজকেও যাওয়ার প্রস্তুতি নিচ্ছি’ যোগ করলেন এই নায়িকা।

আরও পড়ুনঃ  নিজ বাড়িতে গুলিবিদ্ধ অভিনেতা আজাদ, আহত মা ও স্ত্রী

শেষ দিনে পূজার পরিকল্পনা নিয়ে এই নায়িকা আরও জানান, ’কালকে তো দশমী। মন খারাপও লাগে পূজা শেষ হয়ে গেল। এর মাঝে আনন্দের একটা বিষয় হচ্ছে সিঁদুর খেলা। এটা আমার খুব ভালো লাগে। কাল আমি সিঁদুর খেলব এই প্লান।’

আরও পড়ুনঃ  লজ্জাও করে না, অভিনেতা স্বামীকে প্রশ্ন স্ত্রীর

উল্লেখ্য, পূজা চেরী শিশুশিল্পী হিসেবেই মিডিয়া জগতে অভিষেক করেছিলেন। ‘পোড়ামান-২’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় নায়িকা চরিত্রে অভিনয় করে অল্প দিনের মধ্যে শিশুশিল্পীর খোলস ছাড়িয়ে বেরিয়ে আসেন তিনি। খুব আল্প সময়ের মধ্যে অভিনয় দিয়ে দর্শক মনেও জায়গা করে নিয়েছেন তিনি।

সর্বশেষ সংবাদ

ইয়ুথ লিগে চ্যাম্পিয়ন তামিমের সাউথ জোন
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ১:৫৬
বাংলাদেশের ম্যাচে নিরাপত্তা ভঙ্গ, একজন গ্রেপ্তার
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ১:৫৬
গণতন্ত্র ফিরে পাওয়ার নিশ্চয়তা এখনো পাইনি: মির্জা ফখরুল
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ১:৫৬
 

রাজনীতি-এর আরও সংবাদ

গণতন্ত্র ফিরে পাওয়ার নিশ্চয়তা এখনো পাইনি: মির্জা ফখরুল
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ৬:০৭
গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ৫:৩৯
এমন কোনো কাজ করবেন না যাতে সংগ্রাম বিফলে যায় : খালেদা জিয়া
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ১:২৮
 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675